TRENDING:

ফের যোগ দিলেন চায়ে পে চর্চায়, খাদ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের 

Last Updated:

বুধবারের ঘটনার পর বৃহস্পতিবার নিউটাউনে আবারও গিয়েছিলেন দিলীপ। এ দিন নিউটাউনের কদমপুর এ চায়ে পে চর্চা য় যোগ দেন তিনি ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: খাদ্যমন্ত্রীর নিজের বিধানসভা কেন্দ্রেই সবচেয়ে বেশি ত্রাণের চাল চুরি হয়েছে বলে বৃহস্পতিবার মন্তব্য করলেন রাজ্য বিজেপির বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
advertisement

তৃণমূল নেত্রীর উদ্দেশে এদিন দিলীপ বলেন "সব চেয়ে বেশি অভিযোগ বালু মল্লিকের বিরুদ্ধে।হিম্মত থাকলে ওর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দেখাক।" গত কালই বিজেপি নেতাদের কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক।পাল্টা আক্রমণে আজ জ্যোতিপ্রিয় কেই কাঠগড়ায় দাঁড় করলেন দিলীপ। বাগদা বিধানসভার কালিয়ারা পঞ্চায়েতের অমৃতা বিশ্বাস, বিভা মজুমদারের মতো বেশ কয়েকজন বিজেপি নেতা নেত্রীরা আমফানে ঘর ক্ষতিগ্রস্থ না হওয়া সত্ত্বেও বাড়ি মেরামতির জন্য বরাদ্দ ত্রান নিয়েছেন বলে বুধবার অভিযোগ করেন জ্যোতিপ্রিয় মল্লিক।

advertisement

একই সঙ্গে জিতু বিশ্বাস নামে এক বিজেপি কর্মী সাতখানা বাড়ি মেরামতির ত্রান নিয়েছেন বলে অভিযোগ করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। এ দিন, দিলীপ বলেন,  "ত্রাণে দুর্নীতি হলে প্রশাসন কি করছে ।যে যে দলই করুক না কেন তার শাস্তি হওয়া উচিত।" তবে অভিযোগ সত্যি হলে ওই সব ব্যক্তি কে দল তাড়িয়ে দেবে বলে ও এ দিন মন্তব্য করেন দিলীপ।

advertisement

খাদ্যমন্ত্রীর কটাক্ষের উত্তরে দিলীপের ব্যাখ্যা, "দেখতে হবে। তৃণমূল ছেড়ে বহু লোক বিজেপিতে এসেছে ।এরাও বোধ হয় সেই রকম। পুরোনো স্বভাব ছাড়তে পারেনি।" দিলীপের কথার উত্তরে খাদ্যমন্ত্রীর প্রতিক্রিয়া "।ওঁর চিকিৎসা করানো উচিত।"

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বুধবারের ঘটনার পর বৃহস্পতিবার নিউটাউনে আবারও গিয়েছিলেন দিলীপ। এ দিন নিউটাউনের কদমপুর এ চায়ে পে চর্চা য় যোগ দেন তিনি ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ফের যোগ দিলেন চায়ে পে চর্চায়, খাদ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল