TRENDING:

Dilip Ghosh: 'রসগোল্লা খাইয়ে তো ছাড়ব না...', 'কী করবেন?' এ কী বললেন দিলীপ ঘোষ! তোলপাড় বাংলা

Last Updated:

Dilip Ghosh || Panchayat Election 2023: সোমবার সকালে নিয়মমাফিক ইকোপার্কে পৌঁছন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। সেখানেই রাজ্য সরকার এবং শাসকদল তৃণমূলকে বিভিন্ন বিষয়ে আক্রমণ করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সোমবার সকালে নিয়মমাফিক ইকোপার্কে পৌঁছন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। সেখানেই রাজ্য সরকার এবং শাসকদল তৃণমূলকে বিভিন্ন বিষয়ে আক্রমণ করেন। পঞ্চায়েত ভোটে বুথ লুঠ প্রসঙ্গে তুমুল হুঁশিয়ারি দেন দিলীপ ঘোষ।
বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ
বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ
advertisement

দিলীপ ঘোষ এদিন বলেন পঞ্চায়েতে ভোট লুট করতে এলে রসগোল্লা খাইয়ে ছাড়া হবে না’। ভোট লুঠের চেষ্টা করা হলে ‘ট্রিটমেন্ট’ করে দেওয়ার পরামর্শও দেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ভোট লুট করতে এলে ব্যবস্থা করবে BJP ই। অন্যদিকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেসও। তৃণমূলের পক্ষ থেকে শান্তনু সেন কটাক্ষ করে বলেন, “বিজেপি আগে নিজের সংগঠন মজবুত করুক।

advertisement

আরও পড়ুন: ঘূর্ণিঝড় Mocha ঠিক কতদূরে? স্মার্টফোন, কম্পিউটারে ‘এই’ ভাবে ট্র্যাক করুন সাইক্লোনের গতিপথ! দেখে নিন Control Room নম্বর

আরও পড়ুন: রাজধানী, শতাব্দীও থেমে যায় ‘এই’ ট্রেনকে রাস্তা ছাড়তে! দেশের সবথেকে গুরুত্বপূর্ণ ট্রেন কোনটি জানেন? তাজ্জব হয়ে যাবেন শুনলে!

প্রসঙ্গত, নিজের কড়া কড়া মন্তব্যের জন্য সর্বদাই বিতর্কের শিরোনামে বড়সড় জায়গা করে নেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। আর এবার ‘ট্রিটমেন্ট করে দেওয়া’ একেবারে ‘বাঁচার কোনও রাস্তা নেই’ বলে বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে ফের চর্চায় দিলীপ ঘোষ।

advertisement

গত শনিবারই বাঁকুড়া শহরের মাচানতলায় ‘চায়ে পে চর্চা’ কর্মসূচিতে যোগ দেন দিলীপ ঘোষ । সেখান থেকেই বিরোধীদের আক্রমণ শানিয়ে তিনি বলেন, “মোদির পিছনে কাঠি দিলে উদ্ধব ঠাকরে হবে, নীতিশ কুমার হবে, মুলায়ম হবে। বাকি শেষে মমতার হবে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে এখানেই শেষ। এর পরই পূর্বের যাবতীয় বিতর্কের পরিধিকে কয়েক গুণ বাড়িয়ে দিলীপ বাবুর মন্তব্য, “আমরা সমাজের সঙ্গে আছি। যারা পিছনে লাগবে আজ হোক বা কাল, হয় ভগবান না হলে সিবিআই নিয়ে যাবে”। দিলীপ ঘোষের এহেন মন্তব্যের পরই জোর চৰ্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh: 'রসগোল্লা খাইয়ে তো ছাড়ব না...', 'কী করবেন?' এ কী বললেন দিলীপ ঘোষ! তোলপাড় বাংলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল