গত সোমবার হার্ট প্রতিস্থাপন হয়েছিল দিলচাঁদের ৷ এরপর থেকেই কড়া পর্যবেক্ষণে রয়েছেন তিনি ৷ চিকিৎসকরা জানাচ্ছেন, এক সপ্তাহ পর ছাড়া হবে দিলচাঁদকে ৷ ছাড়ার আগে হৃৎপিণ্ডের বায়োপসি হবে তাঁর ৷ তবে এই সময় খুবই যত্নে রাখতে হবে তাঁকে ৷ সংক্রমণ এড়ানোর জন্য দিলচাঁদকে রাখতে হবে আলাদা ঘরে ৷ পাশাপাশি তাঁর জন্য দরকার বিশেষ পরিচর্যাও ৷
advertisement
বাড়িতে কীভাবে হবে দিলচাঁদের পরিচর্যা ? পরিবারের লোকদের এখন সেই পাঠই দিচ্ছেন চিকিৎসকরা ৷ নিয়মিত ফিজিওথেরাপি করাতে হবে দিলচাঁদের ৷ পাশাপাশি তাঁকে খাওয়ানোর পদ্ধতিও আলাদা ৷ সে সম্বন্ধেও অবগত করা হয়েছে দিলচাঁদের পরিবারকে ৷
আরও পড়ুন: এ রাজ্যেও নিপার থাবা ? কেরল থেকে ফিরে ফের বেলেঘাটায় ভর্তি আরও ১
পাশাপাশি ঝাড়খণ্ডে নিজের বাড়িতে ফিরে যাওয়ার পরেও যাতে সবসময় চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখা যায় সে জন্য স্মার্ট ফোনের ব্যবস্থাও করা হয়েছে ৷ প্রতি মুহূর্তে দিলচাঁদের পরিস্থিতি জানানোর জন্য পরিবারের লোককে দেওয়া হচ্ছে স্মার্টফোন ৷ ফোনে দিলচাঁদের ছবি তুলে তা পাঠাতে হবে চিকিৎসকদের৷
আরও পড়ুন: লাগাতার ১৬ দিন, আজও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, জেনে নিন কলকাতার দাম
কার্যত অসাধ্য সাধন করেছেন কলকাতার বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। পূর্ব ভারতে প্রথম হৃৎপিণ্ড প্রতিস্থাপনে রেকর্ড গড়েছে কলকাতা। ঝাড়খণ্ডের দেওঘরের বাসিন্দা দিলচাঁদ সিংকে স্বাভাবিক জীবন ফিরিয়ে দিয়েছেন ব্রেন ডেথ হওয়া বেঙ্গালুরুর একুশ বছরের বরুণ ডি কে।