TRENDING:

ধুকপুক করছে হৃদপিণ্ড, দ্রুত সুস্থতার পথে দিলচাঁদ সিং

Last Updated:

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন দিলচাঁদ সিং ৷ চিকিৎসকরা জানাচ্ছেন, দিলচাঁদের হৃদস্পন্দন ও শরীরের তাপমাত্রা স্বাভাবিক ৷ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে রক্তে অক্সিজেন এবং কার্বন-ডাই-অক্সাইডের মাত্রাও ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন দিলচাঁদ সিং ৷ চিকিৎসকরা জানাচ্ছেন, দিলচাঁদের হৃদস্পন্দন ও শরীরের তাপমাত্রা স্বাভাবিক ৷ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে রক্তে অক্সিজেন এবং কার্বন-ডাই-অক্সাইডের মাত্রাও ৷
advertisement

সোমবার দিলচাঁদের শরীরে বসেছিল নতুন হৃদপিণ্ড ৷ একুশের হৃদয়ে আটত্রিশের হৃদয় বসিয়ে পূর্ব ভারতে প্রথম হৃৎপিণ্ড প্রতিস্থাপনে রেকর্ড গড়েছিল কলকাতা ৷ সাড়ে ছ'ঘণ্টার দীর্ঘ অস্ত্রোপচারে এসেছিল সাফল্য। তবে এখনও সম্পূর্ণ নজরদারিতে রয়েছেন গ্রহীতা দিলচাঁদ সিং ৷ আজ দিলচাঁদের ইকো কার্ডিওগ্রাম এবং ইলেকট্রো কার্ডিওগ্রামের পর তাঁর বর্তমান অবস্থা সম্বন্ধে আরও নিখুঁতভাবে বলতে পারবেন চিকিৎসকরা ৷ এরপর তিন দিন পরে দিলচাঁদের কার্ডিয়াক রিহ্যাব শুরু হবে ৷ পাঁচ দিন পর হৃৎপিণ্ডের টিস্যুর বায়োপসি হবে ৷

advertisement

আরও পড়ুন: পেট্রোল-ডিজেলের দাম আকাশছোঁয়া ! আগুন হচ্ছে সবজি-মাছের দামও

সেরা ভিডিও

আরও দেখুন
বারাসাতে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী! দেবী আসনে 'কৃষ্ণকালী', বাড়ি বসেই দর্শন করুণ
আরও দেখুন

হৃদরোগ বাসা বেঁধেছিল ঝাড়খণ্ডের দিলচাঁদের শরীরে ৷ সেই দিলচাঁদকেই স্বাভাবিক জীবন ফিরিয়ে দিলেন বেঙ্গালুরুর বরুণ ডি কে। তাঁর হৃদপিণ্ডই বসল দিলচাঁদের দেহে ৷ স্বাভাবিকভাবেই বরুণের হৃদয় ধুকপুক করে চলেছে দিলচাঁদের দেহে ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
ধুকপুক করছে হৃদপিণ্ড, দ্রুত সুস্থতার পথে দিলচাঁদ সিং