TRENDING:

ডিজিটাল গ্রেফতারের নামে প্রতারণা! ১.০৯ কোটি টাকা হাতিয়ে সর্বস্ব খোয়েব দমদমের বাসিন্দা... গ্রেফতার তিন

Last Updated:

ডিজিটাল গ্রেফতারের নামে প্রতারণা করে ১.০৯ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ. আজ তাদের বিধাননগর কোর্টে তোলা হবে.

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ডিজিটাল গ্রেফতারের নাম করে এবার প্রতারণা। হাতেনাতে গ্রেফতার তিন। দমদম পার্কের এক বাসিন্দার কাছ থেকে প্রায় ১ কোটি ৯ লক্ষ থাকা প্রতারণার অভিযোগে এ থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতার করে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ। আজ তাদের বিধাননগর কোর্টে তোলা হবে।
News18
News18
advertisement

দমদম পার্কের ওই বাসিন্দা এক ফোন মারফত জানেন তাঁর মোবাইল নম্বরটি অবৈধ উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। তিনি নিশ্চিত করেন যে এটি তাঁর নয়। অভিযোগকারী জানান,  মুম্বই পুলিশের কাছে কল ট্রান্সফার হয়। মুম্বই পুলিশ আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ ভিডিও কলে কথা বলে। বলা হয় অ্যাকাউন্টটি নরেশ গোয়েল জালিয়াতির মামলায় ব্যবহৃত হয়েছে এবং ২৪ জনের কাছ থেকে নেওয়া দুই কোটি টাকা জমা হয়েছে। আমি বলেছিলাম যে এই অ্যাকাউন্টটি আমার নয়, আমি ব্যবহার করি না এবং আমি গত ১৫ বছরে মুম্বই যাইনি। বলা হয় রাত ১১টায় দিকে শুনানি শুরু হবে। তারা পর্যায়ক্রমে  অ্যাকাউন্ট নম্বর সহ ব্যাঙ্ক ডিটেইল পাঠাতে শুরু করে এবং RTGS এর মাধ্যমে টাকা স্থানান্তর করতে বলে। মোট পাঁচটি ধাপে মোট ১.০৯ কোটি টাকা (যা আমার অবসরকালীন সুবিধার টাকা) পাঠিয়েছি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তবে ওই ওয়েবসাইটে গিয়ে তিনি জানতে পারেন যে প্রতারিত হয়েছেন। তারপরেই বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করা হয়। ঘটনার তদন্ত চলছে। ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
ডিজিটাল গ্রেফতারের নামে প্রতারণা! ১.০৯ কোটি টাকা হাতিয়ে সর্বস্ব খোয়েব দমদমের বাসিন্দা... গ্রেফতার তিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল