প্রসঙ্গত, পুরীর আদলে দিঘায় জগন্নাথ মন্দির তৈরির পরিকল্পনা করেছে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। দীর্ঘদিন থেকে জোরকদমে চলছে কাজ। বিগত কয়েক বছরে ভিড়ের মাত্রা অনেকটাই বেড়েছে দিঘা-মন্দারমনিতে। সেখানে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়ে গেলে বাংলার পর্যটন মানচিত্রে দিঘা আরও বড় আকর্ষণ হয়ে উঠতে পারে। পুরীগামী পর্যটক ও পুণ্যার্থীদের দিঘামুখো করতেই এই সৈকতনগরীকে ঢেলে সাজাচ্ছে রাজ্য সরকার।
advertisement
আরও পড়ুন: ফের পাহাড়ের পাকদণ্ডীতে দেখা যাবে তাকে! জানেন কে এই ‘বেবি সেবক’…? রইল পরিচয়
নবনির্মিত জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে সংলগ্ন এলাকার সামগ্রিক উন্নয়নের কাজেও অনেকটাই জোর দেওয়া হচ্ছে। কয়েক বছর আগেই এই প্রকল্পের জন্য কয়েক’শো কোটি টাকা বরাদ্দও হয়ে যায়। তারপরেই হিডকোর তদারকিতে শুরু হয়ে গিয়েছিল সীমানা প্রাচীর নির্মাণের কাজ। বর্তমানে কাজ প্রায় শেষ পথে বলেই খবর। এগিয়ে আসছে উদ্বোধনের সময়েও। এদিকে ছাব্বিশেই আবার বিধানসভা নির্বাচন। তাই এই সময় মমতার দিঘা সফর বেশ খানিকটা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।