বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রাস্তা সরু। ধাম অনেক বড়। ভেতরে এক লক্ষ মানুষ থাকতে পারে। কাল সকাল ৯’টা থেকে মুল অনুষ্ঠান শুরু হবে। একদিকে রথ দেখে কেউ বেরিয়ে যেতে পারে। তবে ধাম খোলা থাকবে। পাথরের মূর্তি থাকবে। কিন্তু নিম কাঠের মূর্তি সকাল সাড়ে ন’টায় আনা হবে রথে। আমরা দুপুর ২’টোয় আসব। ২:৩০ মিনিটে রথের রশিতে টান হবে। মানুষ ব্যারিকেডের দু’দিকে থাকবে। রথ থামতে থামতে যাবে। ব্যারিকেডে রথের রশি লাগানো থাকবে। এটা প্রথমবার হচ্ছে, সবটাই যেন সুন্দর হয়।’’
advertisement
আরও পড়ুন: চাকরির গ্যারান্টি! বাড়িতে বসে অনলাইনে এই ১০ কোর্স করলেই পাকা চাকরি? খরচও কম, এখনই জেনে নিন
শুক্রবার সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী। সৈকতনগরীতে রথের আগেই বহু মানুষের ঢল নেমেছে। প্রথম রথযাত্রা যাতে জাঁকজমকের সঙ্গে পালিত হয় তাই নিরাপত্তার দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। রথের দুদিন আগেই দিঘা পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী।