দমকলের তরফে জানা গিয়েছে, ভবানীপুর থানা এলাকার গাঁজাপার্কের কাছে সাউথসিটি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের ১৬ তলার একটি ফ্ল্যাটে প্রথম আগুন লাগে। বিল্ডিংয়ের ১৬ তলার বাইরে থেকে গলগল করে ধোঁয়া বেরোতে দেখে নিচে নেমে আসেন অনেকে। আবাসনের বাসিন্দারা দমকলে খবর দিলে একে একে দশটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। তবে কীভাবে কোথা থেকে এই ভয়াবহ অগ্নিকান্ড তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে রয়েছে ভবানীপুর থানার বিশাল পুলিশবাহিনী। ইতিমধ্যেই ফ্ল্যাটের বাসিন্দাদের বের করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে।
advertisement
দমকলবাহিনীর প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই হয়তো আগুন লাগে। যা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে আবাসনে। তবে এখনও হতাহতের কোনও খাবর মেলেনি। তবে তড়িঘড়ি নামতে গিয়ে আহত হন আবাসনের একবাসিন্দা পায়ে সামান্য ছট লেগেছে তাঁর।