TRENDING:

Dev: আচমকা ইস্তফা দিলেন দেব, চিঠি জেলাশাসককে! কারণ ঘিরে তৃণমূলের অন্দরেও রহস্য

Last Updated:

শনিবার আচমকাই সাংসদ হিসেবে তিনটি প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিলেন দেব৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: তিনি লোকসভা নির্বাচনে আর প্রার্থী হতে চান না বলে ইঙ্গিত দিয়ে রেখেছিলেন৷ তার পরেও ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে দেবকেই তৃণমূল প্রার্থী করবে বলে পশ্চিম মেদিনীপুর জেলার নেতাদের জানিয়ে দিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
দেব৷
দেব৷
advertisement

যদিও শনিবার আচমকাই সাংসদ হিসেবে তিনটি প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিলেন দেব৷ সাংসদ হিসেবে ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ কমিটির চেয়ারম্যান ছিলেন দেব৷ সেই পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি৷ এ ছাড়াও ঘাটাল কলেজের সভাপতি এবং বীরসিংহ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিয়েছেন দেব৷ ইতিমধ্যেই নিজের পদত্যাগপত্র পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের কাছে পাঠিয়ে দিয়েছেন দেব৷

advertisement

আচমকা দেব কেন এই তিন পদ থেকে ইস্তফা দিলেন, তা নিয়ে তৃণমূলের অন্দরেও জোর জল্পনা ছড়িয়েছে৷ তবে বিষয়টি নিয়ে দেব নিজে কোনও প্রতিক্রিয়া না দেওয়ায় বিষয়টি নিয়ে তৃণমূলের শীর্ষ নেতারাও কেউ নির্দিষ্ট করে কিছু বলতে চাইছেন না৷

আরও পড়ুন: বাড়িতে ডেকে আধিকারিককে চাকরি ছাড়তে বাধ্য করেন পার্থ! কেন, আদালতে বিস্ফোরক সিবিআই

advertisement

গত বছরের শেষ দিকে নিউজ ১৮ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারেই দেব জানিয়েছিলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তিনি লড়বেন কি না সে বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেননি৷

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

তবে  কিছুদিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার নেতাদের নিয়ে লোকসভা ভোটের প্রস্তুতি বৈঠকে দেবকেই কার্যত ঘাটালের প্রার্থী বলে জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ যদিও, দেব কেন ভোটে দাঁড়াতে চান না, ওই বৈঠকেও তা নিয়ে ঘাটালের স্থানীয় নেতাদের সতর্ক করে দিয়েছিলেন তৃণমূলনেত্রী৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Dev: আচমকা ইস্তফা দিলেন দেব, চিঠি জেলাশাসককে! কারণ ঘিরে তৃণমূলের অন্দরেও রহস্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল