TRENDING:

Dev on Projapati: 'ভবিষ্য়তে ফের মিঠুন চক্রবর্তীর সঙ্গেই কাজ করব', প্রজাপতি বিতর্কে মুখ খুললেন দেব

Last Updated:

দেব বলেন, 'অভিনয় করে আমি রাজনীতিতে এসেছি। আমি দেব হয়েছি সিনেমার জন্য়। রাজনীতি করে আমি দেব হইনি।'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নন্দনে মুক্তি পায়নি তাঁর অভিনীত এবং প্রযোজিত ছবি প্রজাপতি। আর এই নিয়েই চরমে রাজনৈতিক বিতর্ক। বিজেপি-র অভিযোগ, যেহেতু ছবিতে তাঁর সঙ্গে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীও অভিনয় করেছেন, তাই প্রজাপতি-র ঠাঁই হয়নি নন্দনে।
মিঠুন-দেব অভিনীত প্রজাপতি নিয়ে বিতর্ক।
মিঠুন-দেব অভিনীত প্রজাপতি নিয়ে বিতর্ক।
advertisement

প্রজাপতি নিয়ে চলতে থাকা এই বিতর্কে এবার মুখ খুললেন অভিনেতা এবং তৃণমূল সাংসদ দেব। একটি সংবাদমাধ্য়মে সাক্ষাৎকার দিতে গিয়ে তাঁর স্পষ্ট বক্তব্য়, ভবিষ্য়তে কোনও ছবির চিত্রনাট্য়ের জন্য় প্রয়োজন হলে ফের তিনি মিঠুন চক্রবর্তীর সঙ্গেই অভিনয় করবেন। পাশাপাশি তৃণমূল সাংসদ বুঝিয়ে দিয়েছেন, অভিনয় এবং সিনেমাই তাঁর কাছে রাজনীতির থেকে আগে।

আরও পড়ুন: 'ব্য়বসা বন্ধের হুমকি দিয়ে দেবকে সাংসদ করা হয়েছে!' প্রজাপতি বিতর্কে বিস্ফোরক দিলীপ

advertisement

দেব বলেন, 'অভিনয় করে আমি রাজনীতিতে এসেছি। আমি দেব হয়েছি সিনেমার জন্য়। রাজনীতি করে আমি দেব হইনি। আমার কাছে দুটো জগৎ আলাদা। সৎ ভাবে দুটো জগতেই কাজ করার চেষ্টা করেছি। কেউ বলতে পারবে না যে আমার রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে আমি কাউকে কাজ থেকে বঞ্চিত করেছি বা ছবিতে নিইনি। আমার কাছে প্রথম থেকে শেষ সিনেমাই, এটাই আমার প্রথম ভালবাসা।'

advertisement

আরও পড়ুন: মিটল দূরত্ব? বড়দিনে তাপসকে কেক খাইয়ে দিলেন সুদীপ

নন্দনে প্রজাপতি মুক্তি পাওয়া নিয়ে তৈরি হওয়া বিতর্ক নিয়েও মুখ খুলেছেন দেব। তাঁর দাবি, 'নন্দনে প্রজাপতি মুক্তি পায়নি বলে আমার কোনও দুঃখ নেই। আমার শুধু মনে হয়, নন্দনে যে টাকায় সিনেমা দেখা যায় তাতে মধ্য়বিত্ত মানুষের পকেটে চাপ পড়ে না।' তৃণমূল সাংসদের আরও সংযোজন, 'এর পরেও যদি আমার কাছে কোনও স্ক্রিপ্ট আসে যেখানে মিঠুন চক্রবর্তীকে লাগবে, আমি মিঠুন চক্রবর্তীকে নিয়েই আবার কাজ করব।'

advertisement

প্রজাপতি নন্দনে মুক্তি না পাওয়া নিয়ে তৈরি হওয়া বিতর্কে ইতি টানতে গত শনিবারও একটি ট্য়ুইট করেন দেব। সেখানে তিনি লেখেন, 'এবারের মতো নন্দনকে মিস করলাম। কোনও বিষয় নয়। আবার দেখা হবে। গল্পের এখানেই ইতি।'

বাংলা খবর/ খবর/কলকাতা/
Dev on Projapati: 'ভবিষ্য়তে ফের মিঠুন চক্রবর্তীর সঙ্গেই কাজ করব', প্রজাপতি বিতর্কে মুখ খুললেন দেব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল