কাল সারা কলকাতা জুড়েই মিছিলের আয়োজন করা হয়েছে । শ্যামবাজার থেকে বিধান সরণি ও সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে মিছিল পৌঁছাবে ব্রিগেডে। শিয়ালদহ থেকে একপ্রস্থ মিছিল মৌলালি, এসএন ব্যানার্জি রোড হয়ে মিছিল যাবে ব্রিগেডে। এছাড়া আর আর অ্যাভিনিউ, হাওড়া , ব্রেবোর্ন রোড, টি বোর্ড হয়ে মিছিল যাবে ব্রিগেডে।
আরও পড়ুন: তৃণমূলের ব্রিগেড সমাবেশে হাই প্রোফাইলের ছড়াছড়ি, কড়া নিরাপত্তার ঘেরাটোপে ভিভিআইপিরা
advertisement
তার সঙ্গে হাজরা থেকে এটিএম রোড ও জওহরলাল নেহরু রোড হয়ে মিছিল পৌঁছাবে ব্রিগেডে । খিদিরপুর হেস্টিংস আরও একটি মিছিল যাবে ব্রিগেডে।
আরও পড়ুন: ‘‘ লোকসভা ভোটে বিজেপি পাবে ১২৫ আসন, ছোট দলগুলির হাতেই থাকবে লাগাম ’’: মমতা
পার্ক সার্কাস ময়দান থেকে সিআইটি রোড, এসএন ব্যানার্জী রোড, মিলনমেলা থেকে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ও পার্ক স্ট্রিট হয়ে আরও একটি মিছিল যাবে ব্রিগেডে ।
ব্রিগেড ঘিরে ইতিমধ্যেই ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে । প্রশাসনের পক্ষ থেকে মেট্রোর নিরাপত্তা ব্যবস্থাও আঁটোসাঁটো করা হয়েছে ৷