ট্যুইটারে ডেরেক ও ব্রায়েন লিখেছেন, 'নিয়ম মেনে লড়াই করে যখন আমাদের সঙ্গে এঁটে উঠতে ব্যর্থ হয়ে এখন গুলি করে মারছেন?' মোদি- শাহকে ইঙ্গিত করে এর পর ডেরেক বলেছেন, 'আপনাদের নির্দেশেই সম্প্রতি রাজ্যের ডিজি, এডিজি এবং যেখানে এই হত্যাকাণ্ড হয়েছে সেখানকার পুলিশ সুপারকে বদল করেছে নির্বাচন কমিশন৷ আপনাদের দু' জনের হাতেই রক্ত লেগে আছে৷ কিন্তু আপনারা এর সঙ্গে অভ্যস্ত৷'
advertisement
এ দিন কোচবিহারের শীতলকুচি বিধানসভার অন্তর্গত মাথাভাঙার জোড়পাটকিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ৷ আহত হন বেশ কয়েকজন৷ এই ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি৷ এই ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন৷
গোটা ঘটনায় স্বভাবতই নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস৷ রাজ্যের শাসক দল কটাক্ষ করে বলেছে, মানুষ নির্বাচন কমিশনকে শো কজ করেছে৷ কমিশন তার জবাব দিক৷
যদিও সিআইএসএফ সূ্ত্রে দাবি করা হয়েছে, আত্মরক্ষার্থেই গুলি চালিয়েছে সিআইএসএফ৷ বাহিনীর হাতে থাকা আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ারও চেষ্টা হয়৷ বুথের ভিতরে ঢুকে ভাঙচুরের চেষ্টাও হয় বলে অভিযোগ৷ গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ কমিশনে জমা দেওয়া হয়েছে বলে সিআইএসএফৃ-এর তরফে জানা গিয়েছে৷