আরও নির্দেশ দেওয়া হয়েছে ৫৬ নম্বর ওয়ার্ডের কামারডাঙা রেলের অঞ্চলকে পরিষ্কার করা হবে। পরশু অর্থাৎ বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং কাঁচের ফ্যাক্টরিতে ড্রোন চালিয়ে স্প্রে করা হবে।
আরও পড়ুন – Gold Recovered: ‘এই’ জিনিসের মধ্যে লুকনো এত্ত-এত্ত সোনা! পাচার আটকালো বিএসএফ
advertisement
কলকাতায় ৬ সেপ্টেম্বরে তারিখ পর্যন্ত ২৭০০ জন ডেঙ্গিতে আক্রান্ত ছিল৷ অতীন ঘোষ জানিয়েছেন ‘‘এখনও সম্ভবত ৩০০০ হবে হয়তো! গত বছর ২৪০০ ছিল। ৩ জনের মৃত্যু হয়েছে কলকাতা পুর এলাকায়।’’
ডেঙ্গি সচেতনতা বাড়ছে এবং প্রশসানও অ্যাক্টিভ বেশি এমনটাই মনে করছে কলকাতা পুরসভা৷ জানা গেছে এ বছর বেশি টেস্ট হয়েছে তাই ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা বেশি! গত বছর মাত্র ৯০,০০০ টেস্ট হয়েছে। এবছর এখনও পর্যন্ত ৭০,০০০ টেস্ট ইতিমধ্যেই হয়েছে।
এদিকে পরিস্থিতি আয়ত্তে রাখতে পুজোর মধ্যে পুর স্বাস্থ্য কর্মীদের ছুটি বাতিল। বিশেষ করে যারা ফিল্ড ওয়ার্ক করেন তাঁদের ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
পুজো কমিটিগুলিকে চিঠি দেওয়া হয়েছে৷ বাঁশের যে অংশ আকাশের দিকে থাকে সেই মুখগুলো বালি দিয়ে আটকে দিতে নির্দেশ দেওয়া হয়েছে৷ হবে। একটাই প্রাথমিক উদ্দেশ্য যাতে সেখানে বৃষ্টির জল না জমে!
Onkar Sarkar