ষষ্ঠ দফার ভোটগ্রহণ নিয়ে আজ ক্ষোভ প্রকাশ করেছে নির্বাচন কমিশন । রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক এর সঙ্গে আলাদা বৈঠকে অসন্তোষ প্রকাশ করেছেন উপ-নির্বাচন কমিশনার সুদীপ জৈন। ঠিক কী কারণে ভোটের দিন এই পরিস্থিতি তৈরি হল সেই নিয়ে প্রশ্ন তুলেছেন উপ-নির্বাচন কমিশনার ।
পাশাপাশি, সপ্তম দফা ভোটগ্রহণ নিয়ে আরও কড়া হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে । আগের দফার ভোটে অশান্তির নেপথ্যে যাঁরা রয়েছেন তাঁদের নামের তালিকা প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন উপ-নির্বাচন কমিশনার। সপ্তম দফায় কোন অশান্তি হলে তা বরদাস্ত করবে না নির্বাচন কমিশন। রাজ্য প্রশাসন ও সি ই ও দপ্তরকে কড়া বার্তা উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈনের।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 13, 2019 6:04 PM IST