TRENDING:

বাড়ছে মৃত্যু, সংক্রমণ! কোন জেলায় কত ডেঙ্গি আক্রান্ত, দেখে নিন এক ঝলকে!

Last Updated:

Dengue Updates: কলকাতায় দুই সপ্তাহের ফারাকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে ৭৪৫ জন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা : শেষ এক সপ্তাহে কোন কোন জেলায় কত ডেঙ্গি  আক্রান্ত এর সংখ্যা বেড়েছে, দেখে নিন এক ঝলকে।
রাজ্যে বাড়ছে ডেঙ্গি
রাজ্যে বাড়ছে ডেঙ্গি
advertisement

১.কলকাতা জেলা- কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এলাকা - ৪১ তম সপ্তাহে ছিল ৪০০২ জন, যা বর্তমানে ৪২ তম সপ্তাহে হয়েছে ৪৭৪৭ জন। দুই সপ্তাহের ফারাকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে ৭৪৫ জন।

২. উত্তর ২৪ পরগনা জেলা - বিধাননগর পুর এলাকা - ৪১ তম সপ্তাহে ছিল -২০৮৪ জন,যা বর্তমানে ৪২ তম সপ্তাহে বেড়ে হল -২৬২০ জন। দুই সপ্তাহের ফারাকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫৩৬ জন বেশি।

advertisement

৩. হুগলি জেলা- শ্রীরামপুর  পুরসভা - ৪১ তম সপ্তাহে ছিল ৬ ৯২ জন, যা ৪২ তম সপ্তাহে বেড়ে দাঁড়িয়েছে ১১৩২ জন। দুই সপ্তাহের ফারাকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে ৪৪০ জন।

আরও পড়ুন : ৩১ অক্টোবর হাতে টাকা আসবে? না জলের মতো খরচ হবে? নিজের রাশি মিলিয়ে জানুন বিশদে

advertisement

৪. হাওড়া জেলা - হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন এলাকা - ৪১ তম সপ্তাহে আগে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ১৭২৭ জন। ৪২ তম সপ্তাহে যা বেড়ে হল ২০৩৮ জন। দুই সপ্তাহের ফারাকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩১১ জন।

৫. মুর্শিদাবাদ - বহরমপুর পুরসভা এলাকা- ৪১ তম সপ্তাহে আগে ছিল ৪৯৩ জন ডেঙ্গি আক্রান্ত। ৪২ তম সপ্তাহে যা বেরিয়ে দাঁড়ালো ৮০১ জন। দুটি সপ্তাহের ফারাকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩০৮ জনের মত।

advertisement

৬. হুগলি জেলা- উত্তরপাড়া পুর এলাকা - ৪১ তম সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৯৪৩ জন যা ৪২ তম সপ্তাহে ১২০২,দুই সপ্তাহের ফারাকে  আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৫৯।

৭. দার্জিলিং জেলা ,শিলিগুড়ি পুরসভার এলাকা- ৪১ তম সপ্তাহে ১১১২। যা ৪২ তম সপ্তাহে বেড়ে হল ১৩৫৬।দুই  সপ্তাহের ফারাক ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৪৪ জন।

advertisement

আরও পড়ুন : 'ট্রাস্টের' মাধ্যমে স্কুল-হাসপাতাল! ৫০ কোটি কালো টাকা সাদা! গরু পাচার তদন্তে বিরাট খোঁজ CID-র!

৮. হুগলির রিষরা পুরসভা এলাকা- ৪১ তম সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৩৮০, ৪২ তম সপ্তাহে যা বেড়ে হয়েছে ৫৮৮। দুই সপ্তাহের ফারাকে ২০৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বেশি।

৯. উত্তর চব্বিশ পরগনা জেলা দক্ষিণ দমদম পৌরসভা -৪১ তম সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৪৩২, ৪২ তম সপ্তাহে যা বের হয়েছে ৬২৭। দুই সপ্তাহের পাড়াকে অতিরিক্ত 195 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে।

১০. উত্তরবঙ্গের কালিম্পং- কালিংপং পুরসভা ৪১ তম সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত ৩৫২ জন। ৪২ তম সপ্তাহে যা বেড়ে হলো ৪৯০ জন, অতিরিক্ত ১০৮ জন আক্রান্ত হয়েছেন দুই সপ্তাহের ফারাকে।

১১. হাওড়া জেলা বালি পুরসভা- ৪১ তম সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত ১২৯৪ জন, ৪২ তম সপ্তাহ যা হল , ১৪১৯ জন। দুই সপ্তাহের ফারাকে ১২৫ জন বেশি আক্রান্ত হয়েছেন ডেঙ্গিতে।

১২. জলপাইগুড়ি জেলা শিলিগুড়ি মিউনিসিপালিটি এলাকা- ৪১ তম সপ্তাহে ৩২৫ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, ৪২ তম সপ্তাহে ৪৪৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। দুই সপ্তাহের ফারাকে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১২৩ জন।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

গোটা রাজ্যের মধ্যে কলকাতা পুরসভা এলাকাতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি, ৪২ সপ্তাহের পরিসংখ্যানে ৭৪৫ জন গত সপ্তাহের তুলনায় বেশি আক্রান্ত হয়েছেন ডেঙ্গিতে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
বাড়ছে মৃত্যু, সংক্রমণ! কোন জেলায় কত ডেঙ্গি আক্রান্ত, দেখে নিন এক ঝলকে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল