TRENDING:

মশার আঁতুড়ঘর আরজি কর, পুরকর্মীকে শোকজ ডেপুটি মেয়রের

Last Updated:

বাংলার অন্যতম সেরা সরকারি হাসপাতাল চত্বর হয়ে উঠেছে মশার আঁতুড়ঘর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মশার আঁতুড়ঘর আরজি কর। হাসপাতালের যত্রতত্র পড়ে রয়েছে নোংরা-আবর্জনা। পরিদর্শনে গিয়ে হাসপাতালের হাল দেখে বেজায় ক্ষুব্ধ ডেপুটি মেয়র। পুরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মীকে ধমকও দিলেন অতীন ঘোষ। স্বাস্থ্য আধিকারিককে শোকজ করে দ্রুত হাসপাতাল চত্বর সাফাইয়ের নির্দেশ দেন ডেপুটি মেয়র।
advertisement

হাসপাতালের ভিতরে যত্রতত্র পড়ে রয়েছে অব্যবহৃত আসবাবপত্র । কোথাও আবার আবর্জনার স্তূপ। বাংলার অন্যতম সেরা সরকারি হাসপাতাল চত্বর হয়ে উঠেছে মশার আঁতুড়ঘর। এদিন হাসপাতাল পরিদর্শনে গিয়ে বেজায় চটে যান ডেপুটি মেয়র অতীন ঘোষ।

গত বছর আরজি করে ডেঙ্গিতে আক্রান্ত হন কয়েকজন ডাক্তারির পড়ুয়া ও নার্সিং ছাত্রী। তারপরও হুঁশ ফেরেনি হাসপাতাল কর্তৃপক্ষের। বৃষ্টি শুরু হতেই আবর্জনার মধ্যেই জমতে শুরু করেছে জল। আর তাতেই জন্ম নিচ্ছে মশার লার্ভা। হাসপাতালে ঢু দিয়ে মেজাজ হারিয়ে ফেলেন অতীন ঘোষ। পুরকর্মীরাদের গা ছাড়া মনোভাবে হতবাক অতীন।

advertisement

হাসপাতালের বিরুদ্ধেও একগুচ্ছ অভিযোগ ডেপুটি মেয়রের।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

পুর আইন মেনে হাসপাতালকে নোটিস ধরাতে পারতেন এক নম্বর বোরো এলাকার পুরকর্মীরা। কিন্তু পুরসভার তরফে কিছুই করা হয়নি। পরিষ্কার করার কথা পূর্ত দফতরের বলে দায় এড়িয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সবার উদাসীনতায় হাসপাতাল চত্বর ভরে গেছে আবর্জনায়। বৃষ্টি শুরু হতেই ফিরে এসেছে ডেঙ্গি আতঙ্ক।

বাংলা খবর/ খবর/কলকাতা/
মশার আঁতুড়ঘর আরজি কর, পুরকর্মীকে শোকজ ডেপুটি মেয়রের