কলকাতা পুরসভার শুধু স্বাস্থ্য বিভাগ নয়, জঞ্জাল সাফাই থেকে নিকাশী এবং বিল্ডিং বিভাগের আধিকারিকরা মিলে যৌথ প্রস্তুতি বৈঠক হয়। আগামী সাতদিন পরীক্ষামূলকভাবে কোথায় কত ডেঙ্গির লার্ভা বাড়ছে তা সমীক্ষা করে দেখা হবে। তারপরই নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। জানালেন, কলকাতা পুরসভার তিন নম্বর বরোর চেয়ারম্যান অনিন্দ্য কিশোর রাউত।
advertisement
ডেঙ্গি নিয়ে সচেতনতামূলক প্রচার ও সমীক্ষার কাজের জন্য প্রস্তুতি বৈঠক শুরু হয় তিন নম্বর বরোতে। এই বরোতেই ১৩ নম্বর ওয়ার্ডের মুক্তমঞ্চে হয় প্রস্তুতি বৈঠক। প্রস্তুতি বৈঠকে ভেক্টর কন্ট্রোল ম্যানেজমেন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য জানান কলকাতা পুরসভার পতঙ্গবিদ দেবাশীষ বিশ্বাস। ছিলেন তিন নম্বর বরোর চেয়ারম্যান অনিন্দ্য কিশোর রাউত সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও ভেক্টর কন্ট্রোলের সঙ্গে যুক্ত কর্মী আধিকারিকেরা।
একইভাবে ওয়ার্ডে ওয়ার্ডেও শুরু হয়েছে এই বৈঠক। কলকাতা পুরসভার ১০৬ নম্বর ওয়ার্ডের হালতু নন্দি বাগানের একটি কমিউনিটি হলে ডেঙ্গির সচেতনতার প্রস্তুতি বৈঠক করে কলকাতা পুরসভা। সেখানে কলকাতা পুরসভার স্বাস্থ্য ও ভেক্টর কন্ট্রোল-এর কর্মী আধিকারিকরা যেমন উপস্থিত ছিলেন, তেমনই ১০৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন ক্লাব সেচ্ছাসেবী সংস্থা ও আবাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মশা প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে বাসিন্দাদের ভেক্টর কন্ট্রোলের কাজে যুক্ত করা ও সচেতনতা করার লক্ষ্যেই এই ধরনের প্রস্তুতি বৈঠক বলে জানালেন ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর।
সম্প্রতি কলকাতা পুরসভার সদর দফতর ও জরুরী বৈঠক করেছিলেন কিছুদিন আগে ডেপুটি মেয়র ও স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতীন ঘোষ সহ কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের আধিকারিকেরা। সেখানে প্রতিটি বাড়িতে বাড়িতে সচেতনতা গড়ে তোলার পাশাপাশি পরিত্যক্ত বাড়ি জমিতে মশার লার্ভা ধ্বংস করতে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়।। প্রয়োজনে পুর আইনকে সামনে রেখে পুলিশকে নিয়েও মশা নিধনের অভিযান করতে হবে বলে নির্দেশ দেয় পুরসভা কর্তৃপক্ষ।
গত বছরের তুলনায় ডেঙ্গির বাড় বাড়ন্ত প্রসঙ্গে অতীন ঘোষ জানান, সারা পৃথিবী জুড়ে ডেঙ্গু হচ্ছে। শুধু কলকাতায় নয়, সব জায়গায় হচ্ছে। কলকাতা পুরসভার যে পরিকাঠামো আছে সেটা সারা পৃথিবীতে নেই দাবি ডেপুটি মেয়রের। প্রত্যেকটি ওয়ার্ড ধরে নজরদারি চালানো হচ্ছে। যেখানে ডেঙ্গি বেশি হচ্ছে সেই ওয়ার্ডগুলোতে সরাসরি কথা বলা হচ্ছে। প্রতিদিন পুর কর্মীদের সঙ্গে কথা বলা হচ্ছে।
সোমবার কলকাতা পৌরসভার প্রধান কার্যালয় থেকে মেয়রের ওয়ার্ড ৮২ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক হবে। বৈঠকে ডেপুটি মেয়র অতীন ঘোষ নিজেই থাকতে পারেন বলে সূত্রের খবর। সম্প্রতি মেয়রের ওয়ার্ডে ডেঙ্গির বাড় বাড়ন্ত সংবাদমাধ্যমে চলে আসায় উদ্বিগ্ন প্রশাসন। এ প্রসঙ্গে অতিন ঘোষ বলেন, মেয়রের ওয়ার্ডে ঘনবসতি অঞ্চল আছে সেই কারণে কিছু জায়গায় ডেঙ্গু হচ্ছে। মূলত চেতলা লগ গেট এলাকায় এই প্রবণতা বেশি।
কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ জানান, কলকাতা পুরসভার আটটি বরোতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি এই বরো গুলো হল 1, 6, 7, 8 ,9, 10 ,11 এবং 12 নম্বর বরো। এছাড়াও পাঁচটি ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্তের প্রবণতা অন্য ওয়ার্ডের তুলনায় বেশি। ডেঙ্গু আক্রান্ত প্রবণ ওয়ার্ড গুলি হল ৬, ৬৯, ৮২, ৮৩ এবং ১১২ নম্বর ওয়ার্ড।
এই বিশেষ ওয়ার্ড গুলোতে সার্ভিলেন্স মিটিং করতে ডেপুটি মেয়র সহ কলকাতা পৌরসভার স্বাস্থ্য বিভাগের আধিকারিকেরা বরোতে গিয়ে বৈঠক করবেন৷ ২৪ অগাস্ট 8 নম্বর বরোতে হবে সেই বিশেষ বৈঠক এবং একইভাবে ৯ নম্বর বরোতে বিশেষ বৈঠক বসবে ২৫ শে অগাস্ট।