TRENDING:

Dengue in West Bengal: শহর ছাপিয়ে গ্রামে বাড়তে পারে ডেঙ্গি, সংক্রমণ আটকাতে বড় পদক্ষেপ চিন্তিত নবান্নের

Last Updated:

Dengue in West Bengal: চলতি সপ্তাহেই ডেঙ্গি সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে নবান্ন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি চিন্তা বাড়িয়েছে নবান্নর। বিদেশ সফর থেকে ফিরে আসার পরই মুখ্যসচিবকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই রাজ্যের সমস্ত জেলাশাসক, স্বাস্থ্য ভবনের কর্তা ও আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠক করলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ডেঙ্গি আটকাতে কড়া বার্তা নবান্নের বিভিন্ন জেলাগুলিকে।
চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি
চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি
advertisement

বৈঠকের পর মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নির্দেশ, যে সমস্ত মিউনিসিপ্যালিটি এলাকায় ডেঙ্গি সংক্রমণ বাড়ছে সেই সব জেলার জেলাশাসকদের, মিউনিসিপ্যালিটি এলাকার কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করতে হবে। পুলিশ প্রশাসনকেও যুক্ত করতে হবে ডেঙ্গি সংক্রমণ আটকানোর জন্য। কমিশনার অফ পুলিশ এবং পুলিশ সুপারদের জমা জল বের করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে।

আরও পড়ুন: ডেঙ্গি-ম্যালেরিয়ার আতঙ্কে ধূপ-কয়েলের দরকার নেই, বাড়িতে এই গাছ লাগালেই বাপ বাপ করে পালাবে মশা!

advertisement

গ্রামাঞ্চলের পঞ্চায়েতগুলির জন্য মাইক্রোপ্ল্যান তৈরি করবে ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। রোগীদের কীভাবে চিকিৎসা হবে তার জন্য এসওপি তৈরি করা হচ্ছে। খুব শীঘ্রই তা দেওয়া হবে স্বাস্থ্য দফতরের তরফে। বেসরকারি হাসপাতালগুলিকে ডেঙ্গি সংক্রমণ নিয়ে সঠিক ও যথাযথ ডেটা এন্ট্রি করতে হবে। ডেঙ্গি নিয়ে বিভিন্ন জেলাগুলির সঙ্গে বৈঠকে পাঁচ দফা নির্দেশ নবান্নের।

advertisement

আরও পড়ুন: তিস্তার পারে বসে কাঞ্চনজঙ্ঘা দর্শন, জলপাইগুড়ি শহরে অবিশ্বাস্য দৃশ্য! দেখুন

চলতি সপ্তাহেই ডেঙ্গি সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে নবান্ন। মিউনিসিপ্যালিটি এলাকার পর এবার গ্রামাঞ্চলেও ডেঙ্গি ছড়িয়ে পড়তে পারে তেমনটাই আশঙ্কা প্রকাশ এই দিনের বৈঠকে মুখ্য সচিবের। তাই গ্রাম-গঞ্জের বাজার, হাটগুলি পরিষ্কার করার প্রতি বিশেষ জোর দেওয়ার নির্দেশ নবান্নের। তিনি বলেছেন, ‘আপনারা কাজ করুন,বাজারে বাজারে ঘুরুন জমা জল দেখলেই প্রয়োজন হলে আইন মাফিক পদক্ষেপ করতে হবে।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বেসরকারি হাসপাতালকে জোর টেক্কা! মুর্শিদাবাদের সরকারি হাসপাতালেই তাক লাগানো চিকিৎসা পরিষেবা
আরও দেখুন

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/কলকাতা/
Dengue in West Bengal: শহর ছাপিয়ে গ্রামে বাড়তে পারে ডেঙ্গি, সংক্রমণ আটকাতে বড় পদক্ষেপ চিন্তিত নবান্নের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল