সিবিআই-এর চিঠি পেয়ে তড়িঘড়ি সিজিও কমপ্লেক্সে লোকজন পাঠিয়ে দেন বিধাননগরের পুর-চেয়ারম্যান। সরকারি সূত্রে খবর, রাজ্যে প্রায় প্রতিদিনই হাজারের বেশি মানুষ ডেঙ্গি আক্রান্ত হচ্ছেন। সল্টলেকও বরাবর ডেঙ্গি প্রবণ এলাকা বলেই পরিচিত। তাই ডেঙ্গির আশঙ্কায় ভুগছেন সিজিও কমপ্লেক্সে সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা। সেই কারণেই সিজিও কমপ্লেক্সে মশা তাড়াতে চিঠি দেন তাঁরা।
advertisement
আরও পড়ুন: ১৮ লাইনের চিঠি মমতার, 'খেলা' ঘোরাতে বড় 'অস্ত্র' তৃণমূলের হাতে!
বিধাননগর পুরনিগমের তরফে সব্যসাচী দত্ত বলেন, ''সিবিআই আমার কাছে চিঠি পাঠিয়েছিল। আমি কাজ করিয়ে দিয়েছি। আমি চিঠিটা পেয়েছিলাম ৯ তারিখ। ১২ নভেম্বরের মধ্যে কাজ শেষ হয়েছে। তারাও জানিয়ে দিয়েছে যে কাজ হয়ে গিয়েছে।’ জানা গিয়েছে, গত ৭ নভেম্বর সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের অফিসের তরফ থেকে চিঠি পাঠানো হয়েছিল বিধাননগর পুরনিগমে। সিবিআইয়ের তরফে দাবি জানানো হয়েছিল যাতে ফগ মেশিন দিয়ে সিজিও কমপ্লেক্স থেকে মশা তাড়ানোর ব্যবস্থা করা হয়। সেই মোতাবেক কাজ করিয়ে দেয় পুরনিগম।
আরও পড়ুন: এক মাছেই ভাগ্য বদলে গেল মৎস্যজীবীর! কী সেই মাছ ধরা পড়ল সুন্দরবনে!
এদিকে, রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিরোধীদের দাবি, রাজ্য ডেঙ্গি মোকাবিলায় কোনও ব্যবস্থাই নিচ্ছে না। পাল্টা শাসকদলের দাবি, সবরকম পদক্ষেপই নেওয়া হচ্ছে। বিরোধীরা রাজনীতি করার জন্য এ ধরনের কথা বলছে। ডেঙ্গি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার রাজ্যের বিরুদ্ধে তথ্য় গোপনের অভিযোগ তুলেছে। অভিযোগ উড়িয়ে পাল্টা নিশানা করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।