TRENDING:

ডেঙ্গির মারণ ছোবল রাজপুর-সোনারপুরে! একই পরিবারের দু’জনের মৃত্যু, পুরসভার গাফিলতিতে ক্ষোভ!  

Last Updated:

রাজপুর-সোনারপুরের ক্ষুদিরাম কলোনিতে ডেঙ্গিতে বন্দনা সরদার ও বিপ্লব সরদারের মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে, পুরসভার গাফিলতির অভিযোগে বাসিন্দারা বিক্ষোভ দেখান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অর্পন মন্ডল, সোনারপুর: রাজপুর-সোনারপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম কলোনিতে ডেঙ্গিতে মৃত্যু হলো একই পরিবারের দুই সদস্যের। ঘটনায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বহু বাসিন্দা ইতিমধ্যেই এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন।
ডেঙ্গির মারণ ছোবল রাজপুর-সোনারপুরে! একই পরিবারের দু’জনের মৃত্যু, পুরসভার গাফিলতিতে ক্ষোভ!  
ডেঙ্গির মারণ ছোবল রাজপুর-সোনারপুরে! একই পরিবারের দু’জনের মৃত্যু, পুরসভার গাফিলতিতে ক্ষোভ!  
advertisement

স্থানীয়দের অভিযোগ, নিয়মিত ড্রেন পরিষ্কার না হওয়া ও পুরসভার গাফিলতির ফলেই এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। শনিবার রেনিয়া ক্ষুদিরাম সরণীর বাসিন্দা বন্দনা সরদার (৪৩) ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এমআর বাঙ্গুর হাসপাতালে মারা যান। এর আগে, চলতি মাসের ৬ তারিখে একই পরিবারের বিপ্লব সরদার (৪৫) মারা যান একই কারণে।

এই কারণেই ফ্রিজে বরফ জমে; সহজ কৌশল কাজে লাগিয়ে মুহূর্তের মধ্যে বরফ গলিয়ে নিন, দেখে নিন কী করতে হবে!

advertisement

ভারত পেতে চলেছে ‘গাণ্ডীব’ ব্রহ্মাস্ত্র! ঘণ্টায় ৫৫০০ কিমি ধেয়ে ঘায়েল করবে শত্রুকে…নতুন প্রজন্মের এই মিসাইলের ক্ষমতা জানেন?

পরপর দুই মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ বাসিন্দারা রবিবার এলাকায় কাউন্সিলর দেবব্রত মণ্ডল এলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান। যদিও কাউন্সিলর অভিযোগ অস্বীকার করে বলেন, “পুরসভার ড্রেনে কোথাও জল জমে নেই। ঘিঞ্জি এলাকায় মাটির বেড় দেওয়া সেপটিক ট্যাঙ্ক থেকে জল উপচে পড়ায় সমস্যা হচ্ছে। মূলত মানুষের অসচেতনতার ফলেই এমন ঘটনা ঘটছে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চিনি-গুড়ের রসে তো অনেক হল! রসগোল্লায় এবার মিলছে কাঁচা লঙ্কার ঝাল স্বাদ
আরও দেখুন

তবে স্থানীয়দের দাবি, পুর পরিষেবার খামতির জেরেই দাপিয়ে বেড়াচ্ছে ডেঙ্গি মশা। এখন গোটা ক্ষুদিরাম কলোনি জুড়ে আতঙ্কের ছায়া নেমে এসেছে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
ডেঙ্গির মারণ ছোবল রাজপুর-সোনারপুরে! একই পরিবারের দু’জনের মৃত্যু, পুরসভার গাফিলতিতে ক্ষোভ!  
Open in App
হোম
খবর
ফটো
লোকাল