TRENDING:

টি-শার্টে মমতা-মোদি! দাম কত? কোথায় পাবেন?

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ইভিএমের লড়াই ব্যানারের বরাতেও। ভোটের ঘণ্টা বাজতেই বাজার ছেয়েছে ঘাসফুল-পদ্মে। ফুলের ঘায়ে ঘায়েল হাত-হাতুড়ি-কাস্তে। দেদার বিকোচ্ছে মোদি-মমতার ছবিওয়ালা টি-শার্ট।
advertisement

ফুলের ঘায়ে মূর্চ্ছা যাওয়ার জোগাড়। বাজার জুড়ে কোথাও পদ্ম কোথাও ঘাসফুলের বাহার। কাস্তে হাতুড়ি কিংবা হাতের চিহ্ন প্রায় নেই বললেই চলে। ভোটের ময়দানে লড়াই থাকলেও আঁতুরঘর কিন্তু একটাই। উত্তর কলকাতার কাটআউট গলি। এখানেই তৈরি হয় সমস্ত রাজনৈতিক দলের ফ্লেক্স, ব্যানার, কাট আউট।

সেন্ট্রাল অ্যাভিনিউ-এর ওপর ডাঁই করে রাখা কাঠের ফ্রেম। দোরগোড়ায় ভোট। এখন আর নাওয়া খাওয়ার সময় নেই ওঁদের। রাত দিন এক করে কাজ করে চলেছেন। সময়মতো ডেলিভারি দিতে হবে যে। পাল্লা ভারি দুদিকেই। ভোটবাজারে হটকেকের মত বিকোচ্ছে মোদি-মমতার ছবিওয়ালা টি শার্ট। দাম ৬৫ থেকে ৮০র মধ্যে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ভোট ঘোষণা হতেই বাজারে ঘাসফুল পদ্মের বাড়বাড়ন্ত। ভোট বক্সে ফলাফল যাই হোক না কেন ব্যানারের বরাতে আপাতত বাম, কংগ্রেসকে ব্যাকফুটে ঠেলে দিয়ে হাড্ডাহাড্ডি লড়াই মোদি-মমতার।

বাংলা খবর/ খবর/কলকাতা/
টি-শার্টে মমতা-মোদি! দাম কত? কোথায় পাবেন?