TRENDING:

উঠে গেল নিষেধাজ্ঞা, দিল্লি-কলকাতা রুটে এখন রোজই চলবে সরাসরি উড়ান

Last Updated:

সোমবার নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, এবার থেকে সপ্তাহে সাত দিনই দিল্লি-কলকাতা রুটে বিমান চলবে ৷ ফলে বাড়বে উড়ান সংখ্যা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আর সপ্তাহে তিন দিন নয়, এখন থেকে প্রতিদিনই দিল্লি-কলকাতা (Delhi-Kolkata) সরাসরি উড়ান চলবে। দিল্লি থেকে কলকাতায় সরাসরি উড়ান আসা নিয়ে নিষেধাজ্ঞা সম্পূর্ণ তুলে নিল পশ্চিমবঙ্গ সরকার ৷ সোমবার নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, এবার থেকে সপ্তাহে সাত দিনই দিল্লি-কলকাতা রুটে বিমান চলবে ৷ ফলে বাড়বে উড়ান সংখ্যা ৷
advertisement

এতদিন এই রুটে সপ্তাহে মাত্র তিন দিন বিমান চলছিল ৷ কোনও কোনও বিমানসংস্থা আবার সংখ্যায় কম হলেও সপ্তাহে পাঁচ থেকে সাত দিন উড়ান চালাচ্ছিল ৷ কিন্তু সেই সংখ্যা ছিল অত্যন্ত কম ৷ এবার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আর কোনও সমস্যা থাকল না ৷ দিল্লি-কলকাতা রুটে আবার আগের মতোই প্রতিদিন বিমান চলবে। দিল্লি ছাড়া কোভিড ১৯-এ আক্রান্তের সংখ্যা বেশি, এমন পাঁচটি শহরের সঙ্গে কলকাতার সরাসরি উড়ানে গত ৪ জুলাই থেকে নিষেধাজ্ঞা জারি করে পশ্চিমবঙ্গ সরকার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১,২ নয়, গুণে গুণে ২২! এতগুলি বিড়ালের সঙ্গেই সংসার, রোজ কত খরচ হয় জানেন?
আরও দেখুন

তবে এবার থেকে দিল্লি-কলকাতা রুটে প্রতিদিন উড়ান চললেও, কলকাতা থেকে বাকি পাঁচটি শহর- মুম্বই, চেন্নাই, আহমেদাবাদ, পুণে এবং নাসিকের উড়ান সপ্তাহের বাছাই করা দিনগুলিতেই চলবে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
উঠে গেল নিষেধাজ্ঞা, দিল্লি-কলকাতা রুটে এখন রোজই চলবে সরাসরি উড়ান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল