এতদিন এই রুটে সপ্তাহে মাত্র তিন দিন বিমান চলছিল ৷ কোনও কোনও বিমানসংস্থা আবার সংখ্যায় কম হলেও সপ্তাহে পাঁচ থেকে সাত দিন উড়ান চালাচ্ছিল ৷ কিন্তু সেই সংখ্যা ছিল অত্যন্ত কম ৷ এবার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আর কোনও সমস্যা থাকল না ৷ দিল্লি-কলকাতা রুটে আবার আগের মতোই প্রতিদিন বিমান চলবে। দিল্লি ছাড়া কোভিড ১৯-এ আক্রান্তের সংখ্যা বেশি, এমন পাঁচটি শহরের সঙ্গে কলকাতার সরাসরি উড়ানে গত ৪ জুলাই থেকে নিষেধাজ্ঞা জারি করে পশ্চিমবঙ্গ সরকার।
advertisement
তবে এবার থেকে দিল্লি-কলকাতা রুটে প্রতিদিন উড়ান চললেও, কলকাতা থেকে বাকি পাঁচটি শহর- মুম্বই, চেন্নাই, আহমেদাবাদ, পুণে এবং নাসিকের উড়ান সপ্তাহের বাছাই করা দিনগুলিতেই চলবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 15, 2020 8:00 AM IST