TRENDING:

রক্ষাকবচের আর্জি খারিজ, কলকাতায় মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ করবে ইডি! নির্দেশ দিল্লি হাইকোর্টের

Last Updated:

কয়লা পাচার মামলায় তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ ও ইডি-র সমন প্রত্যাহারের আর্জি নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইনমন্ত্রী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: কয়লা পাচার মামলায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েও স্বস্তি পেলেন না রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক৷ রক্ষাকবচ পেলেন না রাজ্যের আইনমন্ত্রী৷ বরং মন্ত্রীকে কলকাতার ইডি দফতরে তলব করে জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ছাড়পত্র দিয়ে দিল আদালত৷
আরও বিপাকে আইনমন্ত্রী৷
আরও বিপাকে আইনমন্ত্রী৷
advertisement

শুধু তাই নয়, ১২ বার তলবে ১১ বার গরহাজিরার পরেও কেন ইডি মলয় ঘটককে আর নোটিস পাঠায়নি, তা নিয়েও বিস্ময় প্রকাশ করেছে দিল্লি হাইকোর্ট৷ প্রসঙ্গত উল্লেখ্য, আইনমন্ত্রীকে গত জুলাই মাসেও দিল্লিতে ইডি দফতরে তলব করা হয়েছিল৷ যদিও সেবারেও হাজিরা দেননি তিনি৷

আরও পড়ুন: হঠাৎ সেলিমের নিশানায় কংগ্রেস, জোটে ফাটল? জবাব দিলেন অধীরও

advertisement

কয়লা পাচার মামলায় তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ ও ইডি-র সমন প্রত্যাহারের আর্জি নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইনমন্ত্রী৷ তবে দিল্লি হাইকোর্টের বিচারপতি স্বর্ণকান্ত শর্মার ডিভিশন বেঞ্চ জানিেয় দিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো মলয় ঘটককেও কলকাতার ইডি অফিসে জিজ্ঞাসাবাদ করা যাবে৷ জিজ্ঞাসাবাদের ২৪ ঘন্টা আগে মলয় ঘটককে নোটিস দিতে হবে ইডি-কে৷ পাশাপাশি, জিজ্ঞাসাবাদ পর্ব নির্বিঘ্নে সারতে ২৪ ঘণ্টা আগে নোটিস দিয়ে ইডি-কে জানাতে হবে কলকাতা পুলিশ এবং রাজ্যের মুখ্যসচিবকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে মলয় ঘটকের আসানসোলের বাড়ি এবং কলকাতার আবাসনেও তল্লাশি চালায় সিবিআই৷ মন্ত্রীকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল৷ দিল্লি হাইকোর্টের নির্দেশের পর এবার আইনমন্ত্রীর বিরুদ্ধে ইডি কী পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
রক্ষাকবচের আর্জি খারিজ, কলকাতায় মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ করবে ইডি! নির্দেশ দিল্লি হাইকোর্টের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল