বুধবার টালা ব্রিজের বেহাল দশা নিয়ে রিপোর্ট দেয় রাইটস৷ সেই রিপোর্টে বলা হয়, ব্রিজটির অবস্থা এতটাই বিপজ্জনক যে, যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে৷ ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য রাইটসকে দায়িত্ব দিয়েছিল রাজ্য সরকার। সম্প্রতি তারা রিপোর্ট জমা দিয়েছে। টালা ব্রিজ পরিদর্শনে রাইটসের প্রতিনিধি ছাড়াও ছিলেন, গার্ডেনরিচ শিপ বিল্ডার্স, রেল ও পূর্ত দফতরের প্রতিনিধিরা। পরে তারা রিপোর্ট জমা দেন নবান্নে।
advertisement
টালা ব্রিজের একটি অংশ ভেঙে ফেলা হবে, নাকি যান নিয়ন্ত্রণ হবে, এই যাবতীয় বিষয় নিয়ে আজ বৈঠক নবান্নে৷ আজই টালা ব্রিজ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷
আরও ভিডিও: টালাব্রিজের একাংশ বিপজ্জনক ! নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল !
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 26, 2019 12:11 PM IST