রেলের নিয়ম অনুসারে বিনা অনুমতিতে রেলওয়ে প্লাটফর্ম কিংবা রেল লাইনে কোনও ধরনের ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি করা যায় না। কার্যত দণ্ডনীয় অপরাধ। ফলে রেলওয়ে প্লাটফর্ম কিংবা রেলওয়ে স্টেশনে যদি কোনও ধরনের ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি করা হয় আর যদি রেল পুলিশ হাতেনাতে ধরে তাহলে সমস্যা বাড়তে পারে। রেলের তরফে নতুন করে সেলফি কিংবা রিল বানানো নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করেছে।
advertisement
রেলওয়ে ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে একটি টুইট করেছে। যেখানে সাধারণ মানুষকে সাবধান করা হয়, রেলের নিয়ম ১৯৮৯ ধারা ১৪৫ এবং ১৪৭ অনুযায়ী রেল লাইন কিংবা প্লাটফর্মে সেলফি তোলা সম্পূর্ণ ভাবে অপরাধ। আর তা করতে গিয়ে ধরা পড়লে ১০০০ টাকা ফাইন এবং ৬ মাস পর্যন্ত জেলের সাজা হতে পারে বলে টুইটে জানানো হয়েছে। শুধু সেলফিই নয়, রিল না বানানোর কথাও জানানো হয়েছে। রেল লাইন কিংবা প্লাটফর্মে এহেন কাজ করে শুধুমাত্র আইনকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে তা নয়, জীবনকেও বিপদের মুখে টেকে দেওয়া হচ্ছে বলে রেলের তরফে বার্তায় জানানো হয়েছে।যদিও আগের থেকে অনেক বেশি এখন নজরদারি বাড়ানো হয়েছে বলে দাবি রেলের।
রেল পুলিশ এবং জিআরপিকেও এই বিষয়ে সতর্ক থাকার কথা বলা হয়েছে বলেই খবর।সেলফি তুলতে গিয়ে মৃত্যুর ঘটনা এই প্রথম নয়। এর আগে বহুবার এ রকম ঘটনা ঘটেছে। এইমসের একটি সমীক্ষার রিপোর্ট অনুসারে, ২০১১ থেকে ২০১৭-র মধ্যে সারা পৃথিবী জুড়ে ২৫৯ জনের মৃত্যু হয়েছে রেল লাইনে দাঁড়িয়ে নিজস্বী তুলতে গিয়ে। লাইনে দাঁড়িয়ে ছবি না তোলার জন্য রেলের তরফেও সতর্কতামূলক প্রচার করা হয়। কিন্তু তাতেও যে সকলের চোখ খোলেনি, এই ঘটনা তার প্রমাণ।