প্রাথমিক পাওয়া খবর অনুযায়ী, মৃতের মাথায় আঘাত ছিল৷ গলাতেও ধারালো অস্ত্রের ক্ষত পাওয়া গিয়েছে৷ মৃতদেহের পাশে হাতঘড়ি এবং একটি কাঁচি পড়েছিল৷
এ দিন বিকেল সাড়ে তিনটে মিনিট নাগাদ ওই যুবকের দেহ ২ নম্বর প্ল্যাটফর্মে পড়ে থাকতে দেখা যায় বলে পুলিশ সূত্রে খবর৷ স্টেশন মাস্টারের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরপিএফ৷ এর পর আরপিএফ-এর থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে জিআরপি৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ মৃতের পরণে স্যান্ডো গেঞ্জি এবং ট্রাউজার ছিল৷ ঘটনাস্থলে যায় কলকাতা পুলিশও৷
advertisement
ওই যুবককে খুন করা হয়েছে বলেই অনুমান পুলিশের৷ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করছে পুলিশ৷ মৃতের পরিচয় জানারও চেষ্টা চলছে৷
প্রিন্সেপ ঘাট স্টেশন তুলনামূলক ভাবে ফাঁকাই থাকে৷ এ দিন ছুটির দিন হওয়ায় স্টেশনে যাত্রী আরও কম ছিল৷ তার উপরে দুপুরে বেশ কিছুক্ষণ ওই স্টেশন দিয়ে কোনও ট্রেন চলাচল করে না৷ সেই সুযোগেই ফাঁকা প্ল্যাটফর্মে ওই যুবককে খুন করা হয়েছে কি না, তা খতিয়ে দেখছে জিআরপি৷