ময়দান থানার পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে ময়দান চত্বরের কয়েক জন ফেরিওয়ালা থানায় খবর দেন, সেখানে একটি শিশুর দেহ পড়ে রয়েছে। এর পর পুলিশ গিয়ে একটি নর্দমা থেকে সেই দেহ উদ্ধার করে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শিশুটির বয়স দুই থেকে আড়াই বছর। পুলিশ জানিয়েছে, ওই শিশুর বাবা-মা ময়দানের ঠিক উল্টোদিকের একটি ফুটপাথে থাকেন।
advertisement
পুলিশের তরফে আরও জানানো হয়, শিশুটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। সম্ভবত ভারী ও ভোঁতা কিছু দিয়ে আঘাত করে তার মাথা থেঁতলে দেওয়া হয়।
ময়দান থানা ইতিমধ্যেই একটি খুনের মামলা রুজু করেছে। বৃহস্পতিবার ঘটনাস্থলে যান ফরেন্সিক বিশেষজ্ঞরা। পুলিশ ইতিমধ্যেই কয়েক জন ফুটপাথবাসীকে আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য। শিশুটির উপর কোনও যৌন নির্যাতন হয়েছে কি না তা-ও স্পষ্ট নয়। তবে পুলিশ মনে করছে ব্যক্তিগত আক্রোশের জেরেই খুন করা হয়েছে শিশুটিকে। ময়দান থানার পুলিশের পাশাপাশি ঘটনার তদন্ত করছেন কলকাতা গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখাও।
তদন্তকারীরা জানিয়েছেন, যে জায়গায় দেহটি পাওয়া গিয়েছে সেই এলাকা বেশ নির্জন, কোনও সিসি ক্যামেরাও নেই। রাস্তার ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, ঘটনার পর থেকেই বেপাত্তা শিশুটির বাবা।