মৃত যুবকের নাম শুভেন্দু ভট্টাচার্য(৪৩)। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্তে বিধাননগর পূর্ব থানার পুলিশ। বিধাননগরের ইই ব্লকের সৌরভ আবাসনের বন্ধ ফ্ল্যাটের মধ্যে থেকে বছর চল্লিশের এক যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। সোমবার দুপুরে ফ্ল্যাট থেকে পচা গন্ধ বেরোতে থাকায় প্রতিবেশীরা খবর দেয় বিধাননগর পূর্ব থানায়।
আরও পড়ুন: এসএসসি দুর্নীতি কাণ্ডে বড় পদক্ষেপ সিবিআই-এর! চাকরি প্রাপকদের তলব, তুঙ্গে আলোড়ন
advertisement
খবর পেয়ে থানা থেকে পুলিশ এসে পৌঁছয় আবাসনে। খবর দেওয়া হয় মৃতের আত্মীয়দের। ঘটনাস্থলে এসে পৌঁছায় মৃতের দাদা ও আত্মীয়রা। সকলের উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে ঢোকে পুলিশ।
আরও পড়ুন: 'কয়লা ভাইপো'র ছেলে কে? শিশু সুরক্ষা কমিশনকে পাল্টা প্রশ্ন শুভেন্দুর! দিলেন জবাব
খাটের ওপর যুবকের পচাগলা মৃতদেহ পড়ে রয়েছে। তবে কী কারণে মৃত্যু এখনও জানা যায়নি। ঘটনার তদন্তে বিধাননগর পুলিশ। মৃত যুবক পেশায় ইঞ্জিনিয়ার ছিলেন। ইদানিংকালে কোনও জায়গায় কাজ করছিলেন না বলে তার আত্মীয়দের দাবি। দু'বছর আগে তাঁর মা মারা যায়। এরপর কখনও তাঁর পিসি বাড়ি বা কখনও সল্টলেক ডবল ই ব্লকের তাঁর ফ্ল্যাটে থাকতেন। তিনি অবিবাহিত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।