Suvendu Adhikari: শিশু সুরক্ষা কমিশনকে পাল্টা প্রশ্ন শুভেন্দুর! 'জন্মদিন' ইস্যুতে দিলেন জবাবও
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
Suvendu Adhikari: গত ১৩ নভেম্বর ট্যুইট করেছিলেন শুভেন্দু অধিকারী। চলতি মাসে ১৮ নভেম্বর নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সেই ট্যুইটের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারীকে শোকজ করে শিশু সুরক্ষা-অধিকার কমিশন।
#কলকাতা: সম্প্রতি 'কয়লা ভাইপো'র ছেলের জন্মদিন উপলক্ষ্যে কলকাতার অভিজাত হোটেলে সুরক্ষা ব্যবস্থার এলাহি আয়োজন দাবি করে ট্যুইট করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই ট্যুইটের পরিপ্রেক্ষিতেই শিশু সুরক্ষা কমিশন শোকজ করেছিল শুভেন্দু অধিকারীকে। তিন দিনের মধ্যে জবাব দেওয়ার কথা বলা হয়েছিল শুভেন্দু অধিকারীকে। সেই শোকজের পরিপ্রেক্ষিতেই কমিশনের চেয়ারপার্সনকে মেইল করে জবাব দিলেন শুভেন্দুর আইনজীবী।
জবাব-পত্রে লেখা হয়েছে, তিনি ট্যুইটে কারও নাম উল্লেখ করেননি। কয়লা ভাইপোর ছেলে বলতে কমিশন কাকে বোঝাতে চাইছে? কমিশনের শোকজ নোটিশ প্রত্যাহার করার কথাও বলা হয়েছে চিঠিতে।
advertisement
ট্যুইটে 'কয়লা ভাইপো'র তিন বছরের ছেলের জন্মদিন বলেও কোথাও উল্লেখ করেননি শুভেন্দু অধিকারী। দাবি শুভেন্দুর আইনজীবীর। শুভেন্দু অধিকারীর হয়ে শিশু সুরক্ষা কমিশনের শোকজের জবাব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী।
advertisement
গত ১৩ নভেম্বর ট্যুইট করেছিলেন শুভেন্দু অধিকারী। চলতি মাসে ১৮ নভেম্বর নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সেই ট্যুইটের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারীকে শোকজ করে শিশু সুরক্ষা-অধিকার কমিশন। সেই ট্যুইটে শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, কলকাতার একটি অভিজাত হোটেলে 'কয়লা ভাইপো'র ছেলের জন্মদিন উপলক্ষ্যে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল সেই হোটেল। ৫০০ পুলিশ কর্মী, ডগ স্কোয়াড, বোম্ব স্কোয়াড, মেটাল ডিটেক্টর সেদিন বসানো হয়েছিল হোটেলে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 21, 2022 1:30 PM IST