পি ক্রুপা রাও-এর পরিবারের তরফে তপসিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। এর পর তৎপর হয় পুলিশ। এরপর নিমতলা শ্মশান থেকে দেহ ফের সংশ্লিষ্ট পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ তপসিয়ায় পিস ওয়ার্ল্ডের সাব রেজিস্টারের কাছে সম্পূর্ণ ঘটনার তথ্য তলব করেছেন। কী কারণে এমন ঘটনা ঘটল তার জবাব চেয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি দুই পুরকর্মীকে শোকজ করা হয়েছে এই ঘটনায়। একজন পিস ওয়ার্ল্ডের ডোম ও আরেকজন তার সহায়ক।
advertisement
লালবাজার পুলিশ সূত্রে খবর,গত সপ্তাহে শুক্রবার দুপুরে বাড়িতেই মারা যান পি ক্রুপা রাও। পরিবারের অনেকেই কলকাতার বাইরে থাকেন। তাদের ফেরার জন্য অপেক্ষা করা হয়। পরিবার বৃদ্ধের দেহ পিস ওয়ার্ল্ডে রাখেন। এদিন কবর দেবে বলে দেহ নিতে এসে আর খোঁজ পান না। পুরসভার ঠান্ডা ঘরে বৃদ্ধের দেহই নেই। পুরসভার কর্মীদের সঙ্গে বৃদ্ধের পরিবারের হইচই বেধে যায় । অবশেষে নিমতলা শ্মশানে বৃদ্ধের দেহের হদিশ পায় কলকাতা পুলিশ। কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, সাত্যকি ভট্টাচার্যের দেহ বলে খ্রিস্টান বৃদ্ধের দেহ পরিবারের হতে তুলে দেন পিস ওয়ার্ল্ডের পুর কর্মীরা। প্রশ্ন উঠছে পুরসভার কর্মীদের ভুল হলেও সাত্যকি ভট্টাচার্যের পরিবারের লোকজন কীভাবে ওই দেহ চিনতে পারলেন না? কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের কর্তারা ঘটনার বিবরণ চেয়েছেন পিস ওয়ার্ল্ড কর্তৃপক্ষের কাছে।