TRENDING:

ডাক্তারদের নিরাপত্তায় জোর, স্বাস্থ্যে নিযুক্ত নোডাল অফিসার

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সরকারি হাসপাতালে ডাক্তারদের নিরাপত্তা জোরদার করতে নিয়োগ করা হল নোডাল অফিসার ৷ কলকাতা পুলিশের তরফে নোডাল অফিসার হিসেবে নিযুক্ত হলেন ডিসি কমব্যাট নভিন্দর সিং ৷ লালবাজারে বৈঠকের পর ডাক্তারদের নিরাপত্তা নিয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয় ৷ চালু করা হবে নতুন হেল্পলাইন নম্বর ৷ এমার্জেন্সি ইমেল অ্যাড্রেস ইতিমধ্যেই চালু করে দেওয়া হয়েছে ৷
advertisement

হাসপাতালে কোনও আপতকালীন পরিস্থিতির সৃষ্টি হলে হেল্পলাইন নম্বরে অভিযোগ জানাতে পারবেন সব হাসপাতাল কর্তৃপক্ষ ৷ অভিযোগ করতে পারবেন চিকিৎসকরাও ৷ এদিনের লালবাজারের বৈঠকের পর হাসপাতালে আরও সিসিটিভি বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে ৷ ডিসি-র অফিসে সেই সিসিটিভি লিঙ্ক থাকবে ৷ পুলিশের বিরুদ্ধেও অভিযোগ থাকলে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ কলকাতা পুলিশ কমিশনারের ৷

advertisement

গতকাল নবান্নে চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয় ৷ সেখানেই চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে একাধিক দাওয়াই মুখ্যমন্ত্রীর। হাসপাতালে এবার থেকে প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে। এমার্জেন্সির কাছে থাকবে কোলাপসিবল গেট। জুনিয়র ডাক্তারদের সঙ্গে নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রীর বার্তা, ডাক্তারদের উপর হামলা রুখতে তাঁর সরকারের রয়েছে জিরো টলারেন্স নীতি।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ওই বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, সরকারি হাসপাতালে নজরদারির কাজে নিযুক্ত করা হবে নোডাল অফিসার ৷ কলকাতা ও জেলা হাসপাতালগুলিতে থাকবেন এক জন করে নোডাল অফিসার থাকবেন।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ডাক্তারদের নিরাপত্তায় জোর, স্বাস্থ্যে নিযুক্ত নোডাল অফিসার