অশোক করের বিরুদ্ধে চুরির অভিযোগ ছিল বিডিও বাড়িতে। গতকালকেই নিউজ ১৮ বাংলায় মুখ খুলেছিলেন অশোক কর। সেদিনকে কী ঘটনা ঘটেছিল একেবারে তিনি প্রকাশ্যে বলেছিলেন। তারপরেই গতকাল তাঁকে তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয় পুলিশ।
গতকালই বিডিও নিউজ এইট্টিন বাংলায় দাবি করেছেন, তিনি কলকাতায় আসেননি এর মধ্যে। কিন্তু দেখা যাচ্ছে, ২০ অক্টোবর ইন্ডিগোর বিমানে তিনি কলকাতায় এসেছিলেন বিমানের নাম্বার ৬ই ১৩৫ সিট নাম্বার ২৫ই মিডিল সিট ছিল। কলকাতায় আসার টাইম ছিল সন্ধ্যা ৬টা ৩৫।
advertisement
আরও পড়ুন: টক দই খেলে শরীরের দারুণ উপকার, তবে কাদের জন্য উল্টো প্রভাব ফেলতে পারে জানুন চিকিৎসকের কাছে
গোটা ঘটনা ঘটিয়ে যাওয়ার পরে কলকাতা থেকে ফিরে যাওয়ার বিমান ছিল ইন্ডিগো ২৯ অক্টোবর ফ্লাইট নাম্বার ৬ই ৬১৩৪, সিট নাম্বার ছিল ২৬এ উইন্ডো সিট। ইতিমধ্যেই বিধাননগর দক্ষিণ থানার পুলিশ গতকাল বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে বিডিওর যাওয়া এবং আসার ফুটেজ সংগ্রহ করেছে।
অন্যদিকে, যে বিমানে এসেছিলেন এবং গিয়েছেন সেই বিমানের প্যাসেঞ্জার লিস্ট তালিকা ও সংগ্রহ করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।
অনুপ চক্রবর্তী
