হাত বাড়ালেই বন্ধু এখন এক ক্লিকেই। সিনিয়র সিটিজেনদের জন্য ডেটিং ট্যুর। সোশাল মিডিয়ার মাধ্যমে এই উদ্যোগ নিয়েছে ঠিকানা সিমলা। সোশাল সাইটে প্রচার চালাচ্ছে এই সংস্থা।
আপনজন পর হয়েছেন আগেই। একাকীত্ব ভাবায়, কখনও কাঁদায়। নিঃসঙ্গ বৃদ্ধ-বৃদ্ধাদের জীবনে বদল আনতেই অভিনব এই উদ্যোগ। ২৯ এপ্রিল মহাবীর জয়ন্তীতে সিনিয়র সিটিজেনদের জন্য ডেটিং ট্যুরের আয়োজন করেছে ঠিকানা সিমলা। কলকাতা থেকে বাসে জুনপুট সফর। দিন-রাতের ট্রিপ। পথে খানা-পিনার আয়োজন। সমুদ্র সৈকতে পৌঁছে এক পেয়ালা চা বা বিয়ারের ক্যান হাতে সূর্যোদয় দেখা। তারপর ব্রেকফাস্ট। অবসরে পছন্দের সঙ্গীকে আরও কাছ থেকে জেনে নেওয়া।
advertisement
ডেটিং টুরের পাশাপাশি থাকছে অন্য বিনোদনও। ২২ এপ্রিল স্বয়ম্বরে ভবিষ্যত সঙ্গীদের বেছে নেওয়া। পথ দেখিয়েছিল গোয়া। এবার কলকাতাতেও বয়স্কদের জন্য চালু ডেটিং ট্যুর। সাবালক হচ্ছে এ শহরও।
রিপোর্টার: আবীর ঘোষাল।