এই মেলায় থাকবেন রাজ্যের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পীরা। এই মেলাপ্রাঙ্গণে ২৫ থেকে ৩০টি স্টল থাকছে। ভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা তাঁদের নিজের হাতে তৈরি জিনিস নিয়ে এই মেলায় পশরা সাজিয়ে বসবেন। দার্জিলিংকে বিশ্বের দরবারে তুলে ধরতে এই মেলার আয়োজন বলে জানা যাচ্ছে। এই মেলায় নানান কুটির শিল্পের পাশাপাশি চা, গরম বস্ত্র-সহ বিভিন্ন ধরনের স্টল থাকবে।
advertisement
আরও পড়ুন– বেসরকারি বাসের রেষারেষি, দুর্ঘটনা, মৃত্যু… কড়া হচ্ছে রাজ্য সরকার
মেলা প্রসঙ্গে শান্তা ছেত্রী জানান এই মেলার মাধ্যমে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর তৈরি করা জিনিস দেশ-বিদেশে ছড়িয়ে দিতে উদ্যোগী রাজ্য সরকার। এই মেলার মাধ্যমে মহিলাদের উপার্জনের পথ তৈরি করার কথা জানান তিনি। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর উদ্যোগেই এবছর প্রথমবারের মতো দার্জিলিংয়ে আয়োজিত হতে চলেছে সরস মেলা। শৈলশহর মেতে উঠেছে উৎসবের আমেজে। আগামিকাল সরস মেলার উদ্বোধন করবেন মমতা। চলছে শেষ লগ্নের প্রস্তুতি। দার্জিলিংয়ের চৌরাস্তার ম্যালে ১১ দিন ধরে চলবে এই মেলা। থাকবেন রাজ্যের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পীরা। এই মেলাপ্রাঙ্গণে ২৫ থেকে ৩০টি স্টল থাকছে। ভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা তাঁদের নিজের হাতে তৈরি জিনিস নিয়ে এই মেলায় পশরা সাজাবেন।
আরও পড়ুন– দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া, সপ্তাহের শেষেই কি শীতের আমেজ? জেনে নিন
প্রসঙ্গত, হেরিটেজ তকমা পাওয়া দার্জিলিংকে বিশ্বের দরবারে তুলে ধরতেই এই মেলার আয়োজন বলে জানিয়েছে সূত্র। এই মেলায় নানান কুটির শিল্পের পাশাপাশি চা, গরম বস্ত্র-সহ বিভিন্ন ধরনের স্টল থাকবে। এই মেলা প্রসঙ্গে শান্তা ছেত্রী জানান, এই মেলার মাধ্যমে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর তৈরি করা জিনিস দেশ-বিদেশে ছড়িয়ে দিতে উদ্যোগী রাজ্য সরকার। এই মেলার মাধ্যমে মহিলাদের উপার্জনের পথ তৈরি করার কথাও জানিয়েছেন জিটিএ চিফ এক্সিকিউটিভ অনীত থাপা। প্রতি বছর কলকাতায় সরস মেলা হয়, পাশাপাশি হয় শিলিগুড়িতেও। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার উত্তরবঙ্গের জন্য বরাদ্দ মেলা বসছে দার্জিলিংয়ে। সেখানে নানা দেশের পর্যটকরা যান। রাজ্যের হস্তশিল্পীদের কাজ তাঁদের সামনে তুলে ধরার লক্ষ্যেই দার্জিলিংকে বেছে নেওয়া হয়েছে। কলকাতায় পরবর্তী সরস মেলা হবে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে।