নতুন প্রস্তাব অনুযায়ী, আগের থেকে আরও জলদি পৌঁছে যাওয়া যাবে নিউ জলপাইগুড়িতে ৷ দার্জিলিং মেলের নতুন রুটে কমে যেতে পারে শিয়ালদা টু জলপাইগুড়ির দুরত্ব ৷
দার্জিলিং মেলের নতুন প্রস্তাবিত রুট অনুযায়ী দার্জিলিং মেল চলবে শিয়ালদা থেকে বারাকপুর, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, আজিমগঞ্জ হয়ে মালদা এবং তারপর নিউ জলপাইগুড়িতে থামবে দার্জিলিং মেল ৷ বর্তমানে শিয়ালদা থেকে বর্ধমান, রামপুরহাট হয়ে, মালদা তারপর জলপাইগুড়িতে পৌঁছয় দার্জিলিং মেল ৷
advertisement
এখন দার্জিলিং মেল অত্যন্ত ব্যস্ত বর্ধমান-রামপুরহাট রুট দিয়ে যাতায়াত করে ৷ অনেক সময়ই দার্জিলিং মেলকে দাঁড় করিয়ে লোকাল ট্রেনগুলোকে প্রাধান্য দেওয়া হয় ৷ অন্যদিকে মুর্শিদাবাদের মানুষেরাও নতুন প্রস্তাবিত রুটের মধ্যে দিয়ে সহজেই উত্তরবঙ্গে পৌঁছে যেতে পারবেন ৷ প্রস্তাবিত রুটে যাত্রাপথ ৩০ কিমি কমবে। সময় কমবে অন্তত ৩০ মিনিট। এরফলে কমতে পারে ট্রেনের ভাড়াও।