সূত্রের খবর, সড়ক পথে এ দিন বিকেলে দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছবেন রাষ্ট্রপতি। প্রথমে তিনি ভবতারিণী মন্দিরের গর্ভগৃহে যাবেন। সেখানে পুজো দেওয়ার পরে যাবেন নাটমন্দিরে। দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষের তরফে রাষ্ট্রপতিকে সম্মান জানানো হবে। মন্দির কর্তৃপক্ষ তরফে মানপত্র, মন্দির ও ভবতারিণী একত্রে বাঁধানো ছবি, স্মারক তুলে দেওয়া হবে রাষ্ট্রপতির হাতে।
advertisement
নাটমন্দির চত্বরের ওই সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানের পরে রাধাকৃষ্ণের মন্দির, শ্রী রামকৃষ্ণের ঘর, রানি রাসমণির মন্দির দর্শন করবেন রাষ্ট্রপতি।
আরও পড়ুন: ভেঙেই ফেলা হবে কবি সুভাষ মেট্রো স্টেশন! বাঁচানো গেল না আর…মাত্র ১৫ বছরেই কী ভাবে ফাটল
সন্ধ্যায় তিনি ফের সড়কপথে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। কথামৃতে ভবতারিণীর যে সজ্জার বর্ণনা রয়েছে ঠিক তেমন ভাবে এ দিনও সাজানো হয়েছে। বৃষ্টিতে যাতে মন্দিরে যেতে রাষ্ট্রপতির কোনও সমস্যা না হয় তার জন্য ক্যানোপি (তাঁবু)-র পথ তৈরি করা হয়েছে।