কেন্দ্রীয় সরকারি হারে মহার্ঘভাতার দাবিতে নবান্নের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন ডিএ আন্দোলনকারীরা। শুক্রবার সকাল থেকে নবান্নের সামনে জড়ো হন তারপর মঞ্চ বেঁধে চলে বিক্ষোভ। অভিযোগ, পুলিশের বাধার মুখেও পড়েন তাঁরা, দফায় দফায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তর্কাতর্কি হয়।
ডিএ-র দাবিতে নবান্নের সামনে ধর্নায় বসার জন্য সংগ্রামী যৌথ মঞ্চকে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামিকাল, অর্থাৎ, শনিবার পর্যন্ত তাঁরা ধর্না দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চকে। আগামিকাল বিকেল ৪টে পর্যন্ত ধর্নার অনুমতি দেওয়া হয়েছে তাঁদের। নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।
advertisement
আরও পড়ুন: গ্রেফতার অর্জুন সিং-য়ের ভাইপো! জগদ্দলে তুলকালাম, চরমে তৃণমূলের গোষ্ঠীকোন্দল
নবান্নের সামনে ধর্নামঞ্চ বাঁধার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন আন্দোলনকারীরা৷ গতকালই শর্তসাপেক্ষে সংগ্রামী যৌথ মঞ্চকে ধর্নায় বসার অনুমতি দেন বিচারপতি মান্থা৷ শর্তসাপেক্ষে অনুমতি দেন বিচারপতি৷ নির্দেশে বলা হয়, ২২-২৪ ডিসেম্বর পর্যন্ত ধর্নার অনুমতি দেয় আদালত। ৩০০ জনের বেশি জমায়েত করা যাবে না এই শর্তে অনুমতি দেন বিচারপতি মান্থা।
আরও পড়ুন: শীতে কোষ্ঠকাঠিন্যে কষ্ট পাচ্ছেন! একবার খেয়ে দেখুন এই পাতা…কাজ হবে ম্যাজিকের মতো
কিন্তু, বিচারপতি মান্থার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। আদালতে রাজ্য জানায়, মধ্যরাত থেকে ধর্না চলছে। সব শুনে প্রধান বিচারপতি বলেন, ‘‘গতকাল মুখ্যমন্ত্রী মহার্ঘ ভাতা ঘোষণা করেছেন।’’ রাজ্য জানায়, এতে আন্দোলনকারীরা খুশি নন।
এরপরেই সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবীকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতির মন্তব্য, ‘‘কালকে অবধি করুন , বিকাল চারটে পর্যন্ত করুন।’’