TRENDING:

DA Case: 'আমরা বারবার কলকাতা থেকে আসি', DA মামলায় সুপ্রিম কোর্টে 'অসন্তুষ্ট' বিকাশরঞ্জন ভট্টাচার্য! কী এমন হল হঠাৎ?

Last Updated:

DA Case: মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য অবশ্য বলেন, 'আমরা বারবার কলকাতা থেকে আসি। বারবার মুলতুবি হয়ে যায় ডিএ মামলা।'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সুপ্রিয় কোর্টে ফের পিছোল DA শুনানি। বিচারপতি সঞ্জয় কারল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে শুনানি আজ মুলতুবি হয়ে যায়। শুক্রবার DA মামলার শুনানি, জানালো শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, ‘কিছু বিশেষ সমস্যার কারণে দুপুর দুটোয় শুনানি করা যায়নি।’ মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য অবশ্য বলেন, ‘আমরা বারবার কলকাতা থেকে আসি। বারবার মুলতুবি হয়ে যায় ডিএ মামলা।’
কী হল সুপ্রিম কোর্টে?
কী হল সুপ্রিম কোর্টে?
advertisement

SAT ও হাইকোর্টের রায় মেনে রাজ্যকে দিতে হবে প্রায় ৪১০০০ কোটি টাকা। গত ২ বছরে সেই টাকার অঙ্ক আরও বাড়ার কথা। সেই নিয়েই শুনানি হবে সুপ্রিম কোর্টে। গত ৭ মে সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা ছিল ডিএ মামলার। কিন্তু পিছিয়ে যায় রাজ্য় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা বা ডিএ মামলার শুনানি। এদিন শুনানি হওয়ার কথা থাকলেও তা হল না। স্বাভাবিকভাবেই শুনানি পিছিয়ে যাওয়ায় হতাশ হয়েছিলেন কর্মীরা।

advertisement

আরও পড়ুন: ভয়ঙ্কর! পাকিস্তানের কিরানা হিলসে কী এমন ঘটেছে! কী আছে ওখানে জানেন? আমেরিকার ‘প্রতিক্রিয়া’য় তুঙ্গে জল্পনা, তাহলে কি সত্যিই ঘটেছে এমন?

৭ মে বিচারপতি বিক্রম নাথের বেঞ্চে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, অন্য একটি মামলায় তাঁর থাকা অত্যন্ত দরকারি। তাই শুনানি পিছিয়ে দেওয়া হোক। জুলাই মাসে শুনানি করার দাবি জানান। এই আবেদনের তীব্র বিরোধিতা করেন আন্দোলনকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁর দাবি, এ নিয়ে ১৬ বার শুনানি পিছিয়েছে। দু’পক্ষের সওয়াল-জবাব শোনার পর ১৪ মে পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এদিন ফের শুনানি পিছিয়ে গেল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

উল্লেখ্য, কেন্দ্রীয় হারে বর্ধিত ডিএ -র (DA) সমতুল হারে ডিএ পাওয়ার দাবিতে রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের আন্দোলন চলছে। তা এবার শীর্ষ আদালতের বিচারাধীন। তবে বারবারই সুপ্রিম কোর্টে মামলা পিছিয়ে যাচ্ছে। আর তার জেরে দিশাহীন হয়ে বারবারই হতাশ হতে হচ্ছে আবেদনকারীদের। এবার দেখার, নতুন বেঞ্চে মামলা উঠলে কত দ্রুত শুনানি হয়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
DA Case: 'আমরা বারবার কলকাতা থেকে আসি', DA মামলায় সুপ্রিম কোর্টে 'অসন্তুষ্ট' বিকাশরঞ্জন ভট্টাচার্য! কী এমন হল হঠাৎ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল