SAT ও হাইকোর্টের রায় মেনে রাজ্যকে দিতে হবে প্রায় ৪১০০০ কোটি টাকা। গত ২ বছরে সেই টাকার অঙ্ক আরও বাড়ার কথা। সেই নিয়েই শুনানি হবে সুপ্রিম কোর্টে। গত ৭ মে সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা ছিল ডিএ মামলার। কিন্তু পিছিয়ে যায় রাজ্য় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা বা ডিএ মামলার শুনানি। এদিন শুনানি হওয়ার কথা থাকলেও তা হল না। স্বাভাবিকভাবেই শুনানি পিছিয়ে যাওয়ায় হতাশ হয়েছিলেন কর্মীরা।
advertisement
৭ মে বিচারপতি বিক্রম নাথের বেঞ্চে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, অন্য একটি মামলায় তাঁর থাকা অত্যন্ত দরকারি। তাই শুনানি পিছিয়ে দেওয়া হোক। জুলাই মাসে শুনানি করার দাবি জানান। এই আবেদনের তীব্র বিরোধিতা করেন আন্দোলনকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁর দাবি, এ নিয়ে ১৬ বার শুনানি পিছিয়েছে। দু’পক্ষের সওয়াল-জবাব শোনার পর ১৪ মে পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এদিন ফের শুনানি পিছিয়ে গেল।
উল্লেখ্য, কেন্দ্রীয় হারে বর্ধিত ডিএ -র (DA) সমতুল হারে ডিএ পাওয়ার দাবিতে রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের আন্দোলন চলছে। তা এবার শীর্ষ আদালতের বিচারাধীন। তবে বারবারই সুপ্রিম কোর্টে মামলা পিছিয়ে যাচ্ছে। আর তার জেরে দিশাহীন হয়ে বারবারই হতাশ হতে হচ্ছে আবেদনকারীদের। এবার দেখার, নতুন বেঞ্চে মামলা উঠলে কত দ্রুত শুনানি হয়।