মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, ঝড়ের মধ্যে যেন কেউ বাইরে না বেরোন, গাড়ি না চালান এবং জানলা-দরজাও না খোলেন৷ সব রকমভাবে নিজেদের সুরক্ষিত রাখার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ একেবার অভিভাবকের মতোই তিনি রাজ্যবাসীকে নির্দেশ দিয়েছেন৷
ইতিমধ্যেই দু’লক্ষ পুলিশ হোম গার্ড,সিভিক ভলেন্টিয়ার, আর্মি, নেভি তৈরি রয়েছে৷ আপফানের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইয়াস মোকাবিলায় ৭৪ হাজার অফিসার ও কর্মচারীকে সরাসরি কাজের নির্দেশ দেওয়া হয়েছে৷ জায়গায় জায়গায় তৈরি বিপর্যয় মোকাবিলা টিম। ঝড় চলাকালীন কী করবেন, কী করবেন না, একনজরে দেখে নেওয়া যাক।
advertisement
ঝড়ের আগে কী করবেন
-গুজব ছড়াবেন না ও আতঙ্কিত হবেন না- মোবাইলে পর্যাপ্ত চার্জ দিয়ে রাখুন। বৈদ্যুতিন সংযোগ এড়াতে এসএমএস ব্যবহার করুন-টিভি, রেডিও ও সোশাল মিডিয়া থেকে ঝড় সংক্রান্ত তথ্য সংগ্রহ করুন-প্রয়োজনীয় কাগজপত্র, দামি জিনিস শুকনো জায়গায় রাখুন- আপৎকালীন পরিস্থিতির জন্য জরুরি জিনিস প্রস্তুত রাখুন- আপনার বাড়ি নিরাপদে রাখুন, বাড়ির রক্ষণাবেক্ষণ করুন, কোনও ধারাল জিনিস ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না- গবাদি পশু বেঁধে রাখবেন না
মৎস্যজীবীদের করণীয়- পর্যাপ্ত ব্যাটারি-সহ রেডিও নিজের কাছে রাখুন- নিরাপদ জায়গার নৌকা বেঁধে রাখুন- গভীর সমুদ্রে যাবেন না
ঝড় চলাকালীন কী করবেন
- কোনও বৈদ্যুতিক ও বৈদ্যুতিন যন্ত্র, গ্যাস ব্যবহার করবেন না- বাড়ির জানলা-দরজা বন্ধ রাখুন- বাড়ি বিপজ্জনক হলে ঝড়ের আগে সেখান থেকে বেরিয়ে আসুন- রেডিওতে ঝড়ের তথ্য নিন- ফোটানো জল পান করুন- প্রশাসনের সতর্কবার্তাতেই ভরসা রাখুন
বাড়ির বাইরে থাকলে কী করবেন
- ভাঙা বাড়িতে আশ্রয় নেবেন না- বৈদ্যুতিন তার, পোলের থেকে দূরে থাকুন- যত তাড়াতাড়ি সম্ভব নিরাপদ জায়গায় চলে যান
জলপথ এড়ানোর পরামর্শ দিয়েছে প্রশাসন। সতর্কতা জারি হয়েছে আকাশপথেও।