আরও পড়ুন- মমতার উত্তরবঙ্গ সফরে বক্তব্যের জবাব দিতে এবার উত্তরবঙ্গ সফর ঘোষণা শুভেন্দুর
নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ রূপে অবস্থান করবে শুক্রবার। সেখানেই ঘূর্ণিঝড় তৈরির প্রবল সম্ভাবনার কথা জানাচ্ছে মৌসম ভবন। তবে এই ঘূর্ণিঝড় থেকে সুপার সাইক্লোন হওয়ার সম্ভাবনা নেই বলে গতকাল, সোমবার আলিপুরে জানিয়েছেন আবহাওয়া দফতরের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র।
advertisement
আরও পড়ুন- কীভাবে রক্ষা পেয়েছিলেন তারা, সেদিনের ঘটনা শোনালেন মুখ্যমন্ত্রীকে
মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সোমবার দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তা মঙ্গলবার সকাল ৮ টা ৩০ মিনিটে উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। যা আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হতে পারে। দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোসাগরে সেই নিম্নচাপ তৈরির সম্ভাবনা আছে।