কালীপুজোর সঙ্গে যুক্ত পুজো কমিটিগুলিকে নির্দেশ দিতে হবে যাতে পুজোর প্যান্ডেলের পরিকাঠামো শক্তপোক্ত হয়। ঝড়ের গতিবেগ থাকবে সেই কথা মাথায় রেখেই যাতে প্যান্ডেলের পরিকাঠামো নির্মাণ হয় এই বিষয়ে নিশ্চিত করতে হবে জেলাশাসকদের। সাইক্লোন পরিস্থিতি নিয়ে ২০ টি দফতরের সচিব ও দক্ষিণবঙ্গের জেলাগুলি জেলাশাসকদের নিয়ে মুখ্য সচিবের আজ বৈঠক। সেই বৈঠকেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
advertisement
প্রসঙ্গত, সোমবার কালীপুজোর দিন থেকেই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস বলছে, ওই সময় বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং আছড়ে পড়তে পারে ওডিশা উপকূলে। যার জেরেই সম্ভবত ভাসতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। ওই সময় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা বলেও আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে। আগামী রবিবার থেকে সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্যজীবীদের। তারই পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার জরুরি মিটিং ডেকেছেন মুখ্যসচিব। সরকারি কর্মীদের কালীপুজো ও দীপাবলির ছুটিও বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: 'কোনও বিরোধ নেই'... ! সিঙ্গুর নিয়ে দলীয় মুখপত্রে নিজেদের অবস্থান স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস
আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত অচিরেই নিম্নচাপে পরিণত হবে। যার জেরেই আগামী সপ্তাহ থেকে এই রাজ্যের আবহাওয়া পরিস্থিতি খারাপ হবে। ঘূর্ণাবর্তটি শনিবারই গভীর নিম্নচাপে পরিণত হবে। যা পরবর্তীকালে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এবার এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে সিত্রাং। নামটি দিয়েছে থাইল্যান্ড। সিত্রাং শব্দের ভিয়েতনামি অর্থ যেমন পাতা তেমনি এটি থাইল্যান্ডের বাসিন্দাদের পদবি। ২০২০ সালেই ১৬৯টি ঘূর্ণিঝড়ের নাম ঠিক করা হয়েছে। তালিকা অনুযায়ী এবারের ঘূর্ণিঝড়ের নাম সিত্রাং। আগামী ঘূর্ণিঝড়ের নাম হবে মান্দোস। যা দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি।
আগামী শনিবার থেকেই দক্ষিণবঙ্গে কলকাতা সহ দুই ২৪ পরগনা, হুগলি, হাওড়া ও পূর্ব মেদিনীপুরের আকাশ মেঘলা থাকবার সম্ভাবনা। সোমবার কালীপুজোর দিন থেকে ঝোড়ো হাওয়া বইতে শুরু করতে পারে। উপকূলবর্তী এলাকায় সোমবার ঝড়ের গতিবেগ থাকবে ৬০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা। কোথাও তা ৮০ কিলোমিটার হতে পারে। মঙ্গলবার ঝড়ের গতিবেগ আরও বাড়বে। উপকূলবর্তী জেলাগুলির মধ্যে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঝড়ের গতিবেগ ৭০ থেকে ৮০ কিলোমিটার হবে। কোথাও কোথাও তা ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে।মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়