বঙ্গোপসাগরের উত্তর-পূর্ব উপকূলে সর্বশক্তি দিয়ে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় সিত্রাং। তাই আগাম সতর্কতা হিসাবে সকাল থেকেই মাঝসমুদ্রে গিয়ে মাইকিং শুরু করেছে উপকূলরক্ষী বাহিনী। আসন্ন ঘূর্ণিঝড়ে মৎস্যজীবীদের সতর্ক করার কাজে জোরকদমে নেমেছে উপকূল রক্ষী বাহিনী। এদিন সকাল থেকেই দেখা যায় মাইক হাতে চলছে কড়া নজরদারি৷ সতর্কবার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ। মাঝসমুদ্রে সতর্কবার্তা দেওয়ার পাশাপাশি ঝড়ের কথা মাথায় রেখে আগাম প্রস্তুতিও শুরু করেছে বাহিনী। নিজেদের মধ্যে বৈঠক করে কিভাবে কী পদক্ষেপ করা হবে, তা নিয়ে ইতিমধ্যেই বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন: বিরাট আশঙ্কা! কালীপুজো এবার তছনছ হতে পারে ঘূর্ণিঝড়ে, জারি হচ্ছে বড় নিষেধাজ্ঞা
পাশাপাশি নদী উপকূল জুড়েও চলছে উপকূলরক্ষী বাহিনীর মাইকিং ও টহলদারি। সবকিছু সামাল দিতে নদী ও সমুদ্রযানের পাশাপাশি কোস্টগার্ড আকাশযানও ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২২ অক্টোবর শনিবার নাগাদ আন্দামানের উত্তরে এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের কাছে একটি নিম্নচাপ তৈরি হবে যা সময়ের সঙ্গে সঙ্গে শক্তিশালী হয়ে ২৪ অক্টোবর একটি ভয়ঙ্কর দুর্যোগের আকার নেবে।
সেটি ঘূর্ণিঝড় হয়ে আগামী ২৬ বিকাল অথবা সকালের দিকে ঘণ্টায় ৬৫ থেকে ৮৫ কিলোমিটার গতিবেগ নিয়ে আছড়ে পড়বে ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে। যার জেরে ২৫ তারিখ থেকেই বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়ে যাবে।