TRENDING:

Cyclone Mocha Tracker: ঘূর্ণিঝড় Mocha ঠিক কতদূরে? স্মার্টফোন, কম্পিউটারে 'এই' ভাবে ট্র্যাক করুন সাইক্লোনের গতিপথ! দেখে নিন Control Room নম্বর

Last Updated:

Cyclone Mocha Tracker: এই মুহূর্তে ঠিক কত দূরে ঘূর্ণিঝড়? এদিক ওদিক হাতড়াবেন কেন! দেখে নিন এই ট্র্যাকারে। সতর্ক থাকুন ঝড় আসার আগে। নোট করে রাখুন কন্ট্রোল রুমের টোল ফ্রি নম্বরগুলি। আমফান, ইয়াস, ফণীর তাণ্ডবে এর আগে তছনছ হয়েছে বাংলা। তাই ঘূর্ণিঝড়ের নামে সিঁদুরে মেঘ দেখছেন বঙ্গবাসী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘মোকা’। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি। আজ থেকে সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপের চেহারা নেবে। আর দিন দুয়েকের মধ্যেই বঙ্গোপসাগরে তা ঘূর্ণিঝড় মোকা-র রূপ নেবে বলেই আবহাওয়াবিদদের পূর্বাভাস। এই ঘূর্ণিঝড়ের গতি কত, অভিমুখই বা কোনদিকে হবে তা এখনও নিশ্চিত করে বলেনি মৌসম ভবন।
তাণ্ডব চালাতে পারে Cyclone 'মোকা'
তাণ্ডব চালাতে পারে Cyclone 'মোকা'
advertisement

বাংলা ও ওড়িশায় এই ঘূর্ণিঝড়ের দাপট কতটা হবে অথবা বাংলায় ঘূর্ণিঝড় আছড়ে পড়বে কিনা সে নিয়েও নিশ্চিত তথ্য দেয়নি আলিপুর আবহাওয়া দফতর। বলা হয়েছে, মধ্য বঙ্গোপসাগর থেকে সাইক্লোন (Cyclone Mocha) উত্তরমুখী হয়ে এগোবে। তবে এই ঘূর্ণিঝড় কতদূরে, কী ভাবে কোন পথে এগোচ্ছে, জানতে পারেন আপনিও ঘরে বসেই। সাইক্লোনের গতিবিধি দেখে নেওয়া যেতে পারে স্মার্টফোনেই। এই প্রতিবেদনে রইল ঘূর্ণিঝড় ট্র্যাক করার সহজ উপায়।

advertisement

আরও পড়ুন: তছনছ করে তাণ্ডব চালাতে পারে Cyclone ‘মোকা’! ঘূর্ণিঝড় আসার আগে কন্ট্রোল রুমের নম্বরগুলি লিখে রাখুন! বিপদে কাজে দেবে

আমফান, ইয়াস, ফণীর তাণ্ডবে এর আগে তছনছ হয়েছে বাংলা। তাই ঘূর্ণিঝড়ের নামে সিঁদুরে মেঘ দেখছেন বঙ্গবাসী। প্রতিবারের ঘূর্ণিঝড় তাণ্ডব করে দিয়ে যায়। মৌসম ভবনের আশঙ্কা উত্তর ও উত্তর-পূর্ব দিয়ে এগোতে পারে ঘূর্ণিঝড় মোকা। বাংলাদেশ ও মায়ানমারের দিকে যাওয়ার সম্ভাবনাও প্রবল।

advertisement

আরও পড়ুন: ‘এত ক্ষোভ কেন?’ সাগরদিঘি ভুলে যান…! পঞ্চায়েতের আগে দলকে ম্যাজিক ‘মন্ত্র’ বলে দিলেন ক্যাপ্টেন অভিষেক

নিজের স্মার্টফোন থেকে সহজেই ঘূর্ণিঝড়ের অবস্থান দেখবেন কী ভাবে, জেনে নিন–

Rainviewer.com নামে একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে গেলে সাইক্লোনের রিয়েল টাইম ডেটা পাওয়া যাবে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে কেমন পরিবেশ তৈরি হয়েছে, নিম্নচাপের অবস্থান কোথায়, কীভাবে ধীরে ধীরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় তার সবটাই ট্র্যাক করা যাবে এই ওয়েবসাইট থেকে।

advertisement

আরও পড়ুন: পুলিশ যখন সত্যি ‘মামা’… আর ভাগ্নে কে? হৃদয়স্পর্শী ঘটনার সাক্ষী হয়ে থাকল হাওড়া স্টেশন

ওয়েবসাইটটিতে ব্যারোমেট্রিক প্রেসার চার্ট আছে। সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতিও বোঝা যাবে। ‘মোকা’ নিয়ে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ-সহ দেশের পূর্ব উপকূলের ৪টি রাজ্যকে সতর্ক করেছে হাওয়া অফিস। সূত্রের খবর, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে ইতিমধ্যেই, যা ক্রমশ শক্তি বাড়াচ্ছে। ৯ মে এটি সাইক্লোনে পরিণত হওয়ার আশঙ্কা। যদিও বাংলায় এর প্রভাব পড়বে কিনা, পড়লে কোথায় পড়বে, সে বিষয়ে কিছুই বিশদে জানানো হয়নি। কিন্তু আমফান এবং ইয়াসের ভয়াবহ স্মৃতি থেকে শিক্ষা নিয়ে আগেভাগেই প্রস্তুত প্রশাসন। খোলা হয়েছে কন্ট্রোল রুম।

advertisement

ইনটিগ্রেটেড কন্ট্রোল রুম’ চালু লালবাজারে। সেখানে যোগাযোগ করে সাধারণ মানুষ সাহায্য চাইতে পারবেন।

জেনে নিন কোন নম্বরে ফোন করলে সাহায্য পাওয়া যাবে?

94326 10450 নম্বরে হোয়াটসঅ্যাপ করা যাবে।

যে যে নম্বরে ফোন করতে পারবেন-2214 1890, 2250 5033, 2250 5044, 2250 5146।

লালবাজার সূত্রের খবর, বিভিন্ন থানা এবং ট্র্যাফিক গার্ডকে ঝড়-পরবর্তী পরিস্থিতির মোকাবিলার জন্য তৈরি থাকতে বলা হয়েছে। গাছ কাটার যন্ত্র এবং বিকল্প আলোর ব্যবস্থাও রাখতে বলা হয়েছে। শহরের জীর্ণ বাড়িগুলির তালিকা তৈরি রাখতে বলা হয়েছে, যাতে প্রয়োজনে সেখানকার বাসিন্দাদের অন্যত্র সরানো যায়।

অন্যদিকে কন্ট্রোল খোলা হয়েছে পুরসভার পক্ষ থেকেও।

Control Room Ph: +91 33 2286-1212/1313/1414 এই নম্বরে ফোন করলে সরাসরি কলকাতা পৌরসভার কন্ট্রোল রুমের কর্মীদের সঙ্গে যোগাযোগ করা যাবে। 18003453375 টোল ফ্রি এই নম্বরেও কলকাতা পুরসভায় যোগাযোগ করা যাবে যেকোনও ধরনের বিপর্যয় হলে। কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ এবং চ্যাট বোর্ডের মাধ্যমেও বিপর্যয়কালীন পরিষেবা পেতে পারেন নাগরিকরা। WhatsApp Ph:8335988888 Ph:CHATBOT Ph:8335999111

সেরা ভিডিও

আরও দেখুন
পর্যটকদের জন্য সুখবর! শাল-পিয়ালের জঙ্গলে দেখা মিলবে জোড়া রয়‍্যাল বেঙ্গলের
আরও দেখুন

এতদিন শুধু হেল্পলাইন নম্বরে ফোন করে নাগরিকরা তাঁদের অভাব-অভিযোগ জানাতে পারতেন। কলকাতা পুরসভার কন্ট্রোল রুমের নম্বর: 033 – 2286-1212/1313/1414। এই নম্বরে ফোন করলে কন্ট্রোল রুমের কর্মীরা প্রথমে অভিযোগ নথিভুক্ত করতেন। এরপর অভিযোগ অনুযায়ী বিভিন্ন বিভাগকে পদক্ষেপ করতে বলা হত।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Cyclone Mocha Tracker: ঘূর্ণিঝড় Mocha ঠিক কতদূরে? স্মার্টফোন, কম্পিউটারে 'এই' ভাবে ট্র্যাক করুন সাইক্লোনের গতিপথ! দেখে নিন Control Room নম্বর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল