আরও পড়ুন- সব তছনচ করে দেবে ঘূর্ণিঝড় ডানা! কবে থেকে দুর্যোগ? কী হাল হবে বঙ্গে? দেখুন আপডেট!
রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে সেই বৈঠকে যোগ দিতে বলা হল ভার্চুয়ালি। এখনও পর্যন্ত এই ঘূর্ণিঝড় নিয়ে রাজ্যের তরফে কী কী প্রস্তুতি নেওয়া হয়েছে তার বিস্তারিত রিপোর্ট নেবে কেন্দ্র। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাব এ রাজ্যে পড়তে পারে। তার প্রস্তুতি নিয়েই এই বৈঠক ডাকল কেন্দ্র। এ রাজ্যের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার মুখ্য সচিবকেও উপস্থিত থাকতে বলা হয়েছে ভার্চুয়ালি বৈঠকে।
advertisement
আবহাওয়ার পূর্বাভাস বলছে, ‘ডানা’ ঘূর্ণিঝড়টি আর কয়েকদিনের মধ্যেই আছড়ে পড়তে চলেছে উপকূলে! আবহাওয়া দফতর (Meteorological Department) জানিয়েছে, এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত, বাংলাদেশ ও মায়ানমার। ‘ডানা’ সম্পর্কে সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে দক্ষিণ ভারতে মুষলধারে বৃষ্টি হতে পারে। এই ঘূর্ণিঝড়টি 24 থেকে 26 অক্টোবরের মধ্যে উপকূলে আঘাত হানতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের হিসাব বলছে, আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে বঙ্গোপসাগরের দিকে আসছে। আগামিকাল মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভবনা। এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ধেয়ে আসবে ওড়িশা উপকূলের দিকে। বিশ্বের বিভিন্ন মডেলের সম্ভাবনা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার। ঘূর্ণিঝড় ‘ডানা’ নামটি কাতারের দেওয়া।