রাতভর বৃষ্টি। বিরাম নেই দিনেও। সঙ্গে ঝোড়ো হাওয়া। ঘুর্ণিঝড় বুলবুল আছড়ে পড়ার আগেই ব্যাপক ক্ষতির মুখে ধান-চাষ। এখন আমন ধান ওঠার মুখে। শুক্রবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে বিঘের পর বিঘে জমি জলবন্দি। মাঠেই নষ্ট হচ্ছে ধান। নামখানা, বকখালি, সাগর, ফ্রেজারগঞ্জ, পাথরপ্রতিমা সব জায়গায় ছবিটা এক। বাসন্তীর ফুলমালঞ্চ এলাকায়।
বুলবুলের প্রভাবে মাথায় হাত হাওড়ার আমতা, উদয়নারায়ণপুরের কৃষকদের। মাঠ ভরতি পাকা ধান। কিছুদিন পরই ধান কাটার কথা। তারমধ্যেই ঝড়বৃষ্টিতে মাটিতে শুয়ে পড়েছে বিঘার পর বিঘা ধান। কৃষকরা বলছেন, এই ধান আর কাটাও যাবে না।
advertisement
পাকা ধান পেকে গেছিল কিছুদিন পরই কাটর কথা। কাটার সময় নেই। আর কিছুকরার নেই। ধানের গোড়া থেকে । সবজি চাষের ক্ষতি শীতকালীন বাধাপকি ফউলকলপি।
হাওয়া অফিস বলছে,শক্তি বাড়িয়ে সুন্দরবন এলাকায় আছড়ে পড়তে চলেছে বুলবুল। ঘুর্ণিঝড়ের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবল ঝড়-বৃষ্টির আশঙ্কা।
বুলবুলের জেরে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ধানচাষে ক্ষতির আশঙ্কা। মাঠের জমিতে জল জমে যাচ্ছে। মাঠের ধান মাঠেই নষ্ট হচ্ছে। আমন ধান ওঠার মুখে ব্যাপক ক্ষতি। পিছিয়ে যাচ্ছে আলুর চাষও। এই অবস্থায় ঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন কৃষকরা। ফ্রেজারগঞ্জ, কুলতলি, সিঙ্গুরে মাথায় হাত কৃষকদের।