শনিবার সন্ধ্যায় সাগরে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় বুলবুল। বসিরহাটে তাণ্ডবের প্রভাব বেশি বলেই জানা যাচ্ছে। ক্ষতি কত ? পুরো তথ্য আসতে সময় লাগবে বলেই দাবি রাজ্য সরকারের। এরমধ্যেই রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে তাণ্ডবের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ট্যুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সব সাহায্য করা হবে। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।’ বুলবুল নিয়ে মোদি-মমতার কথার উল্লেখ করে ট্যুইট করেছেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় ৷
advertisement
বুলবুলের তাণ্ডব মোকাবিলায় রাতভর কাজ করেছে প্রতিটি কন্ট্রোলরুম। ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্যকে যে ভাবে নেতৃত্ব দিয়েছেন, তাতে মমতার প্রশংসায় রাজ্যপাল জগদীপ ধনখড়ও।
আগামী সপ্তাহে উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই সফর আপাতত বাতিল। বুলবুলের জেরে ব্যাপক ক্ষতি বকখালিতে। বুধবার দুর্গত এলাকা দেখতে যেতে পারেন মুখ্যমন্ত্রী। মূলত ত্রাণ ও পুনর্বাসন নিয়ে আলোচনা করতেই কাকদ্বীপে প্রশাসনিক বৈঠক করবেন মমতা। একইসঙ্গে যাবেন বসিরহাটেও।