শনিবার এসেছিল ঘূর্ণিঝড় বুলবুল। তার প্রভাব এখনও রয়েছে দক্ষিণ ২৪ পরগনার বির্স্তৃণ এলাকায়। কার্তিকের শুরুতে এই জেলাতে মূলত দুধেশ্বর এবং আমনের চাষ হয়। প্রায় তিন লাখ মেট্রিক টন ধান এই জেলা থেকে সংগ্রহ করে রাজ্য সরকার। কাজে লাগানো হয় আইসিডিএস প্রকল্পে। কিন্তু ঘূর্ণিঝড়ের জেরে মাথায় হাত কৃষকদের।
বুলবুলে ক্ষতিগ্রস্তদের ফসলবীমা দেওয়া কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জমি থেকে ধানকে সুরক্ষিত করার জন্য সাহায্য চাওয়া হয়েছে রাজ্যের কৃষি বিদ্যালয়ের গবেষকদের। এমনকী পাম্প চালিয়ে জমি থেকে জল সেচের কথা ভাবছে সেচ দফতর। কিন্তু যে এলাকায় বিদ্যুৎ-ই নেই সেখানে পাম্প চলবে কী ভাব? কৃষকদের দাবি, জলস্তর এখনও বেশি।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 12, 2019 4:32 PM IST