TRENDING:

Cyclone Asani Update: অশনি আতঙ্কে ইতি টানল হাওয়া অফিস, সমুদ্রেই বিলীন হবে শক্তিশালী ঘূর্ণিঝড়

Last Updated:

অশনি যে শেষ পর্যন্ত বঙ্গোপসাগরের উপরেই শক্তিক্ষয় করবে, সেই সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল হাওয়া অফিস৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সমুদ্রেই বিলীন হয়ে যাচ্ছে অশনি৷ শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হলেও স্থলভাগে আছড়ে পড়ছে না সে৷ ফলে পশ্চিমবঙ্গ, ওড়িশা বা অন্ধ্র- ঘূর্ণিঝড়ের রোষ থেকে এবারের মতো রক্ষা পাচ্ছে তিন রাজ্যের উপকূলই৷ তবে অশনির প্রভাবে আগামী ৪৮ ঘণ্টা উপকূলবর্তী চার জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর৷
সমুদ্রেই শক্তিক্ষয় হবে অশনির৷
সমুদ্রেই শক্তিক্ষয় হবে অশনির৷
advertisement

অশনি যে শেষ পর্যন্ত বঙ্গোপসাগরের উপরেই শক্তিক্ষয় করবে, সেই সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল হাওয়া অফিস৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এ দিন জানিয়েছেন, আগামিকালই শক্তিশালী থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে অশনি৷ বৃহস্পতিবার আরও শক্তি ক্ষয় করে সেটি নিম্নচাপে পরিণত হবে৷

আরও পড়ুন: আগামী দু'দিন দক্ষিণবঙ্গের ৫ জেলায় জোরদার বৃষ্টিপাত! আগামী ৪৮ ঘণ্টায় কলকাতার জন্য আবহাওয়ার বিরাট Update

advertisement

তবে অশনি আছড়ে পড়ার আশঙ্কা না থাকলেও এখন উত্তাল থাকবে সমুদ্র৷ তাই মৎস্যজীবীদের জন্য জারি করা সতর্কতা বজায় থাকছে৷ পর্যটকদেরও আগামী দু' দিন সমুদ্রে নামতে নিষেধ করেছে আবহাওয়া দফতর৷

আরও পড়ুন: অশনির ভয়ে দিঘা- মন্দারমণির সৈকতে নিষেধাজ্ঞা, বকখালিতেও চলছে কড়াকড়ি

হাওয়া অফিসের পূর্বাভাস, অশনি শক্তিক্ষয় করলেও আগামী বৃহস্পতিবার পর্যন্ত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই চব্বিশ পরগণা এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টিপাত হবে৷ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃহস্পতিবার পর্যন্ত হাল্কা বৃষ্টি চলবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বৃহস্পতিবারের পর থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ এর মধ্যে কোচবিহার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর৷ ১২ তারিখের পর থেকে দক্ষিণ পশ্চিম বাতাস ফের সক্রিয় হবে৷ এর ফলে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্বের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে৷ তবে বৃহস্পতিবারের পর থেকে ধীরে ধীরে শুষ্ক হবে দক্ষিণবঙ্গের আবহাওয়া৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Cyclone Asani Update: অশনি আতঙ্কে ইতি টানল হাওয়া অফিস, সমুদ্রেই বিলীন হবে শক্তিশালী ঘূর্ণিঝড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল