রবিবার কলকাতা বিমানবন্দরে নামার পর রাজ্যপাল জানিয়েছিলেন, তাঁর কাছে দেখা করার জন্য এখনও পর্যন্ত কেউ ই-মেইল বা চিঠি দেননি। যদিও গত শনিবার দার্জিলিং রাজভবনে তৃণমূল কংগ্রেসের তিন সদস্যের প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন। তখনই রাজ্যপাল জানান খুব শীঘ্রই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেই মোতাবেক আজ বিকেল চারটের সময় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলকে সময় দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ Virat Kohli: বিশ্বকাপে নেমেই ‘বিরাট’ রেকর্ড গড়লেন কোহলি, যা নেই কোনও ভারতীয় ক্রিকেটারের
উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন শেষে আজ রবিবার রাজভবনে ফেরেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেন, ‘তৃণমূলের ৩জন প্রতিনিধি আমার কাছে এসেছিলেন। তাঁরা চান, আমি যেন তাঁদের নেতার সঙ্গে রাজভবনে দেখা করি। আমি তাদের দার্জিলিঙে রাজভবনে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। মনে হয় তাঁরা এখানে আসতে চান না। আমি সেটা বুঝেছি।’
তিনি আরও বলেন, “তৃণমূলের তরফে তিনজন প্রতিনিধি এসে তাঁদের অভিযোগ আমায় জানিয়েছেন। আমি তাঁদের দাবি সঠিক জায়গায় নিয়ে যাব বলে তাঁদের জানিয়েছি। আমি অবশ্যই সেই সমস্ত বিষয় কেন্দ্রীয় সরকারের কাছে নিয়ে যাব যেটা আমার বাংলার ভাই বোনদের ভাল করবে।”