সরস্বতী পুজোর দিন বাংলায় হাতেখড়ি দিয়ে বাংলা রাজনীতিতে নতুন বিতর্ক সৃষ্টি করে দিল্লি গিয়েছিলেন। সেখান থেকে ফিরে আজ সকালে তিনি সস্ত্রীক আসেন দক্ষিণেশ্বর মন্দিরে। রাজ্যপালের আগমন ঘিরে কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছিল দক্ষিণেশ্বর মন্দিরে চত্বর।
আরও পড়ুন: যা ভাবছিলেন, তা নয়! বাংলার আবহাওয়ায় এবার বিরাট পরিবর্তন! ফের শীতের স্পেল?
advertisement
পুজো দিয়ে বেড়িয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি জানান, ''বাংলা আমার সেকেন্ড হোম। এখানকার মানুষদের আমি ভালোবাসি।'' শুধু তাই নয় সম্প্রতি একটি সংগঠনের অনুষ্ঠানে গিয়ে রাজ্যপাল সম্প্রতি মন্তব্য করেছিলেন "এই বাংলা হল সোনার বাংলা। এখানে শিল্প,সাহিত্য, সংস্কৃতির অনেক চর্চা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর কাবুলিওয়ালা গল্প আমি পড়েছি। ছোট্ট মেয়ে মিনির চরিত্রটা আমার মনে দাগ কেটে যায়।"
আরও পড়ুন: পড়ুয়াদের রিডিং পড়তে বলেছিলেন 'দিদির দূত', মন্ত্রীর কথা শুনেই হুড়োহুড়ি! তারপর যা হল...
রাজ্যপাল পদের দায়িত্ব নেওয়ার পর পরই সিভি আনন্দ বোস জানিয়েছিলেন, তিনি বাংলা শিখছেন। অতীতেও রাজ্যে এসে একাধিক রাজ্যপাল বাংলায় কখনও কথা বলেছেন আবার কখনও বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে ভাষণের সূচনা পর্বে বাংলাতে বক্তব্য রেখেছেন। কিন্তু রাজভবনে "হাতেখড়ি" অনুষ্ঠানের নজির কার্যত নেই। নতুন রাজ্যপাল সেদিক থেকে নয়া নজির গড়লেন।